প্রিয় বাংলাদেশ

-নিত্যানন্দ বিশ্বাস

⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃

ষড়ঋতু আল্পনা ভরা সারা দেশ

প্রিয় বাংলাদেশ।

স্বর্ণসূত্র ফুলে ফলে ভরা কোন দেশ

প্রিয় বাংলাদেশ।

বাংলাদেশকে দেখে না আঁখি ভরে কার

ধন ধাণ্যে ভার।

দেশি আকাশ, বাতাস, চন্দ্র, সূর্য, তারা

অপরূপে ভরা।

পদ্মা, মেঘনা, যমুনা, সন্ধ্যা, ইছামতি

নদী সপ্তশতী।

ইতিহাস, ঐতিহ্য, ও ভাষা সংস্কৃতি

এই দেশে ভর্তি।

ত্রিসন্ধ্যা, পঞ্চ আযান ধ্বনিত এ দেশ

প্রিয় বাংলাদেশ।

কোরানে, পূরাণে, শিল্পে ঐতিহ্য মন্ডিত দেশ

বাংলাদেশ দেশ।

উৎসব, মহানন্দ মিলনের দেশ

প্রিয় বাংলাদেশ।

প্রিয় ক্রিকেটের দল টাইগার বেশ

প্রিয় বাংলাদেশ।

বর্তমান বিশ্বে উন্নয়নশীল দেশ

প্রিয় বাংলাদেশ।

মহারূপে রূপায়িত স্বর্ণপ্রসূ দেশ

প্রিয় বাংলাদেশ।

নাহি আর কোথা এমন সুন্দর দেশ

প্রিয় বাংলাদেশ।

কবি নিত্যানন্দ-এর জন্মভূমি বেশ

প্রিয় বাংলাদেশ।

⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃

কবি পরিচিতি-

আধুনিক বাংলা সাহিত্যের কবি নিত্যানন্দ বিশ্বাস বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার আস্‌করে ১৯৬৯ সালে পহেলা মে জন্মগ্রহণ করেন। ঢাকায় এল.এম.এ.এফ পরীক্ষায় মেরিট সহ পাশ করেন এবং লেখালেখি কাজও শুরু করেন। ছন্দবদ্ধ, চিত্রময়তা, অক্ষর বিন্যাস ও শব্দের প্রয়োগ কুশলতা তাঁর কবিতার বৈশিষ্ট্য। সর্বাধুনিক ছন্দ অক্ষরবৃত্ত ও সনেট তাঁর কবিতার মূল বৈশিষ্ট্য। ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, সংস্কৃতি, প্রকৃতি, দেশপ্রেম ও মানবীয় প্রেম প্রস্ফুটিত তাঁর লিখনে। এ ছাড়া বাংলাদেশের ৭১-এর মুক্তিযুদ্ধ, ৫২-এর ভাষা আন্দোলন, অসাম্প্রদায়িক জীবনবোধ ও শুভবোধের অসাধরণ এক কবি নিত্যানন্দ বিশ্বাস। তিনি একজন বহুমাত্রিক লেখক। তিনি একাধারে কবি, নাট্যকার, কথা সাহিত্যিক ও শিশু সাহিত্যিক।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*