আমার সোনার গাঁ
-আরমান হিমেল
♦♦♦♦♦♦
ছায়ায় ঘেরা মায়ায় ঘেরা ছোট্ট একটি গ্রাম
ভালোবাসার ফ্রেমে আকা কাশ্মীর যার নাম।
জুঁই-চামেলী-হাসনাহেনায় মন মাতানো ঘ্রাণ
মধুমাসে কোকিলের সুরে মুগ্ধ মন ও প্রাণ।
সবুজে ঘেরা ফসলি জমি রুপের ও বাহার
তালগাছেতে বাবুই বাসা দেখতে চমৎকার।
ছোট্ট একটি বিদ্যালয়ে সামনে খেলার মাঠ
রুপসী আজ কলসি হাতে যাইবে নদীর ঘাট।
ভর দুপুরে গাছের তলে রাখাল বাজায় বাঁশি
বাউলের ঐ একতারা সুর কি-যে ভালোবাসি।
মনভোলানো মেঠোপথ সরষে ক্ষেতের মাঝে
সকাল বেলা কুলি-কামার লেগে পড়ে কাজে।
কালবৈশাখি ঝড়ের দিনে পাকা আম ঝরে
আষাঢ় মাসে খালে-বিলে ছেলেরা মাছ ধরে।
শীত কালে খেজুর রসের পিঠা পায়েস খাই
আমার সোনার গাঁয়ের মত অন্য দু’টি নাই।
পাখিরা ডাকে রোজ সকালে সূর্য যখন ওঠে
কৃষাণ-কৃষাণী লাঙল নিয়ে শস্যক্ষেতে ছোটে।
রোজ বিকেলে স্কুল মাঠে নানান রকম খেলা
পাখিরা সব বাসায় ফিরে পশ্চিমে যখন বেলা।
কৃষকের মুখে হাসি ফোটে চৈতালি পাকা ধান
দক্ষিণা হিমেল বাতাস বইছে পাখিরা গায় গান।
লাবণ্যময় এই গ্রামখানি অন্যতম এই ধরাধামে
তাইতো এত মায়াটান স্মৃতিজড়ানো পুণ্যধামে।
♦♦♦♦♦♦
কবি পরিচিতি-
- নামঃমোঃআরমান হিমেল, গ্রামঃউত্তর তাফালবাড়ি, থানাঃশরনখোলা, জিলাঃবাগেরহাট ,বিভাগঃখুলনা