দেশ প্রেমিকের অভাব
-মোঃ আবুল কাসেম
↔↔↔↔↔↔↔
দেশটাকে ভাই ভালোবেসে
দেওয়ার আছে কিছু,
আমরা কিন্তু ঘুরছি সদা
স্বার্থের পিছু পিছু।
স্বার্থ ছাড়া পা চলে না
সদা ব্যস্ত থাকি,
দিনের শেষে বাড়ি ফিরে
দেখি সবই বাকি।
বন্ধু বান্ধব সবাই মিলে
ঘুরে পিছে পিছে,
স্বার্থ শেষে কেটে পড়ে
সবই দেখি মিছে।
মা-বাবা ভাই শুধু আপন
স্বার্থপর তো নহে,
তাদের রক্তের ধারা কিন্তু
নিজ শরীরে বহে।
দেশের কথা ভাবতে গেলে
পাশের লোকে বলে,
দরকার কী ভাই যেতে দেন না
যেমন যাচ্ছে চলে।
ভেবে পাই না দেশের প্রেমিক
এতো লোকের দাবী,
তাহলে ভাই কোথায় গেলো
দেশের সুখের চাবি?
↔↔↔↔↔↔↔
কবি পরিচিতি-
মোঃ আবুল কাসেম, ১৯৬৭ ইং সালে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার হিলচিয়া গ্রামে একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ থেকে সম্মান সহ এমএসসি ডিগ্রী অর্জন করেন। ছোট বেলা থেকেই স্থানীয় সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিলেন। বর্তমানে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার আদমজীনগর এলাকায় এম ডব্লিউ উচ্চ বিদ্যালয়ে একজন সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত আছেন।এই পর্যন্ত কবির ৫টি যৌথ কাব্যগ্রন্থ বেড় হয়েছে এবং অনলাইন প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রায় ছয় শতাধিক সম্মাননা অর্জন করেন।