পাখি
-প্রতিমা চ্যাটার্জী
∴∴∴∴∴∴∴∴
পাখি…..
অচিন পুরের পাখি ,তুই কেন আসিস ,
আমার বাতায়নে,
স্বপ্নের পসরা নিয়ে ….আমার তো ছিলনা কোন ছন্দের সুরের বাধন,
আলোকিত হয়েছিলো রাজপথের ধুসর রঙ
বৃষ্টির জলে ধুয়ে যাওয়া,
অশ্রুর বারিধারা,
মনের অন্দরে সর্বনাশা ভালোবাসা,
যা শুধুই কিছুর প্রত্যাশায় উন্মুখ থাকে,
সে এক হলুদ ভালোবাসা,
তবুও তুই আসিস আমার কাছে,
তোর রঙের পসরা নিয়ে,
ভালোলাগার একরাশ আনন্দের মাঝে!!
শুধু লুকোচুরির খেলার মাঝে…..
∴∴∴∴∴∴∴∴
কবি পরিচিতি-
-আমি ভারতের নাগরিক, একজন গৃহবধূ আমার শিক্ষা -B.A pass আমার বাড়ি কলকাতার বেহালা তে। আমি লিখতে এবং পড়তে ভালোবাসি । আমার পিতার নাম-স্বর্গীয় অমূল্য রতন ব্যানার্জী দেশ-বাংলাদেশের যশোর জেলা মায়ের নাম -স্বর্গীয় যুথিকা ব্যানার্জী দেশ-ফরিদপুর ,বাংলাদেশ আমার দুই কন্যা, আমার স্বামীর নাম -দেবদাস চ্যাটার্জী