সাগর পানে

-পূর্বাশা মিত্র

♦♦♦♦♦♦♦♦

গাড়ি ছুটিয়ে,কোলকাতা ছেড়ে, চলেছি কার যে টানে,

নয়ন মেলে চেয়ে দেখেছি, এসেছি সাগর পানে ।

সাগর আমার খুব যে প্রিয়, বাতাস বইছে মলিন স্নিগ্ধ,

সাগর পানের অপার দৃশ্যে,হয়েছি আমি শুধুই মুগ্ধ ।

সমুদ্র তীরে পৌঁছে দেখি, ঢেউরা খেলছে অবিরত,

এত সুন্দর দৃশ্য দেখে, মন হয়েছে নৃত্যরত।

সাগর পানে উড়ে আসছে কত গাংচিল, আর কত পাখি ,

সাগর পানের বাড়িয়েছে শোভা, নয়ন মেলে শুধু চেয়ে দেখি ।

তারপর দেখি জেলেদের দল নৌকা নিয়ে দিচ্ছে পাড়ি, জাল ফেলে তারা ধরছে মাছ , মাছেদের যে কত রকমারি ।

সাগর তীর থেকে চেয়ে দেখি, সাগর-আকাশ মিশেছে যেন একই সরলরেখায়,

ঢেউয়ের তালে বিমোহিত হয়ে ছুটে যেতে চাই সেই ঠিকানায় ।

সাগর পানের দমকা হাওয়ায়, দাঁড়িয়ে আমি মুক্ত কেশে,

তুলছি ছবি, করছি গান, হারিয়ে গেছি যে সাগর দেশে ।

জীবনটা হলো ঢেউয়ের মতো, কখনো ভাঙ্গে তো কখনো গড়ে ,

ভাঙ্গা-গড়া এই ঢেউয়ের খেলায়, গন্তব্য যেন না সরে ।

♦♦♦♦♦♦♦♦

কবি পরিচিতি-

নিবাস :- শিবপুর ,হাওড়া (পশ্চিমবঙ্গ, ভারত) ৮ মাস যাবৎ অনলাইনে বিভিন্ন সংস্থায় , নিউজ চ্যানেল এর ম্যাগজিন , ও বিভিন্ন e magazine , ফেসবুক পেজে এ কবিতা লিখে থাকি ও বিভিন্ন গ্রুপ থেকে সম্মাননা প্রাপ্তি । এছাড়াও আমি একজন আবৃত্তিকারক ও Live Performer ।।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*