বই কে ভালোবেসে
-শুভা লাহিড়ী
♥♥♥♥♥♥
তোমার সাথে আমার সখ্যতা সেই,যখন আমি আধো আধো কথা বলতে শিখি তখন থেকে,,,,,,
মায়ের সাথে সাথে তোমার থেকে নেওয়া কিছু কিছু ছড়ায় বুলি আওড়ানো,,,,,,
তারপর ঘটা করে আনুষ্ঠানিক ভাবে তুমি এক্কেবারে আমার হলে ঠিক পাঁচ বছর বয়সে সরস্বতী পুজোর সময়,,,,,,,
ঠাকুর মশাই আমার ছোট্ট হাতে হাত রেখে হাতেখড়ি দিয়েছিলেন,,,,,,
সেদিন থেকে তুমি একান্ত আমার হয়ে গেলে,,,,,,,
ছোট্ট ছোট্ট গল্প দিয়ে তুমি ভরা,যা পড়ে আমি অনেকদিন নিজেকে রাজপুত্র ভেবে নিজেই চালিয়েছি ঘোড়া,,,,,,,
কি আওয়াজ শুনতে শুনতে কত দূরে যেতে তুমি সাহায্য করেছো,,,,,
আজকেও এই বয়সে এসেও তোমায় পেলে যেন মুক্তি খুঁজে পাই আমি,,,,
মন খারাপ হলে,গীতবিতান বের করে গান গাইলে হাল্কা বোধ করি,,,,
তুমি যেন সবসময় আমার পাশে থেকে ভালবাসতে শিখিয়েছ,,,,,
তুমিই পারো,মন খারাপের কালে সেই আকাশছোঁয়া গল্পের ভেলায় ভাসাতে,,,,,
তুমিই পারো,বার বার কিছু না বুঝতে পারলে মাথা ঠান্ডা রেখে বোঝাতে,,,,,,
তোমায় ভালোবাসলে,তুমি কখনও প্রতারণা করো না বলো!!
যে যেমণ ভাবে তোমায় ভালোবাসে তুমিও ঠিক তেমনই ফিরিয়ে দাও বলো!
একটুও কার্পণ্য করতে শেখোনি বলো!!
তোমার প্রতি আমার ভালোবাসা যেন এমনই অটুট থাকে এই প্রত্যাশাকে সঙ্গে নিয়ে যেতে চাই ।।
♥♥♥♥♥♥
কবি পরিচিতি-
আমার নাম শুভা লাহিড়ী।বাড়ি দক্ষিণ দিনাজপুরের করদহ গ্রাম।আমি অতি সাধারণ এক গৃহবধূ।লেখালেখি করতে ভালোবাসি।গল্পের ও কবিতার বই পড়া আমার নেশা।