কবিতায় প্রাণ
-শান্তি দাস
♠♠♠♠♠♠
কবি ও কবিতা একে অপরের পরিপূরক জানি,।
ভাব আর ভাষার মেলবন্ধনে মধুর ছন্দ বানী।
ছন্দে ছন্দে শব্দের বাহার কবির সৃষ্টি কবিতা,
কবির ও কবিতায় শুধু স্নেহের নিবিড়তা।
কবিতায় প্রাণ কবির কবিতার হোক জয়,
অন্তরের কথা কাব্য আকার দিয়ে হৃদয় পবিত্র হয়।
কবি ও কবিতা সম্পর্কে শুধু বন্ধু সম রয়,
তাই তো কবিতায় প্রাণ কবির হাতে সৌন্দর্য সৃষ্টি হয়।
কবির কল্পনা গুলো ইচ্ছে ডানায় কল্পনাপ্রবণ ধায়,
জীবনের সবকিছু ফুটে উঠে এর মন শাখা প্রশাখায়।
মনের ভাবনা গুলো যখন কালি ও কলম খাতার পাতায়,
কথাগুলো যেন প্রাণ পায় কবির লেখা কবিতায়।
কবি কবিতার প্রাণের সঞ্চারে মেতে উঠে আঁকে নানা ছবি,
কল্পনার তুলি দিয়ে সাজিয়ে তুলে যেন আকাশের রবি।
কবিতায় ফুটে এলোমেলো আগুছালো শব্দ ভান্ডার,
সাজিয়ে তোলে রূপ রস বর্ণ ছন্দের শব্দ সম্ভার।
মাতৃগর্ভে জন্ম নিয়ে শিশু তিল তিল করে বড় হয়,
কবির অন্তর মাঝে তেমনি করেই কবিতার প্রাণ লুকিয়ে রয়।
কবি প্রেম দিয়ে সৃষ্টি কবিতা আর কবি দেন সেই কবিতায় প্রাণ,
পাঠক পাঠিকারা কবিতা পড়ে খুঁজে নিতে চান ভালোবাসার ঘ্রাণ।
♠♠♠♠♠♠
কবি পরিচিতি-
নাম–শান্তি দাস, গ্রাম/শহর–খোয়াই(জাম্বুরা) ,জেলা-খোয়াই, শিক্ষাগত যোগ্যতা-এম এ (শিক্ষা বিজ্ঞান) কর্মদক্ষতা–২৪বছরের শিক্ষকতা। আগরতলা, ত্রিপুরা সাহিত্য অনুশীলন আমার ভালো লাগে।