এসেছ হে বৈশাখ

-এইচ,এম,নুরুজ্জামান (বাচ্চু)

♦♦♦♦♦♦♦♦

তুমি এসেছ হে বৈশাখ

তোমাকে জানাই সাদর আমন্ত্রণ,

তুমি এসেছ হে বৈশাখ

কোলা ব্যাঙ বৃষ্টিকে করছে নিমন্ত্রণ।

তুমি এসেছ হে বৈশাখ

বুকে নিয়ে একরাশ মমতাহীন ঝড়,

তুমি এসেছ হে বৈশাখ

একথা শুনে গাছপালা কাপে থরথর।

তুমি এসেছ হে বৈশাখ

শত ফুল ফোটাতে ধরণীর বুকে,

তুমি এসেছ হে বৈশাখ

জেনে-আশার সঞ্চার জেগেছে কৃষকের মুখে।

তুমি এসেছ হে বৈশাখ

গুচিয়ে দিতে চৈত্রের ফাটা মাঠ,

তুমি এসেছ হে বৈশাখ

পূর্ণ করে দিতে গ্রাম্য বধুর জল আনিবার ঘাট।

তুমি এসেছ হে বৈশাখ

বুকে নিয়ে অজস্র শীতল জল,

তুমি এসেছ হে বৈশাখ

তোমার স্পর্শে সবুজ ঘাসগুলো হয়েছে সতেজ চঞ্চল।

তুমি এসেছ হে বৈশাখ

শিল্পীর কন্ঠে শত গান নিয়ে,

তুমি এসেছ হে বৈশাখ

শত কবি লিখে কবিতা তোমাকে নিয়ে।

তুমি এসেছ হে বৈশাখ

ধরনীকে করিতে সজীব কোমল,

তুমি এসেছ হে বৈশাখ

প্রকৃতিকে করেছ সবুজ শ্যামল।

♦♦♦♦♦♦♦♦

কবি পরিচিতি-

এইচ,এম,নুরুজ্জামান (বাচ্চু),পিতাঃ এ মজিদ হাওলাদার,মাতাঃ ফাতেমা বেগম,গ্রামঃ উত্তর তাফালবাড়ি,পোঃ দক্ষিণ কদমতলা, থানাঃ শরণখোলা, জিলাঃ বাগেরহাট।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*