মাহে রমজান

-মোঃ জয়নাল আবেদীন

⇔⇔⇔⇔⇔⇔

আরবি বর্ষের রমজান মাস এলে

ভাগ্যবান যত মুসলমান,

বছর ঘুরে আসে বারে বারে

খোশআমদেদ মাহে রমজান।

ইসলাম ধর্মের পাঁচ স্তম্ভের মধ্যে

একটি স্তম্ভ রোজা,

বড় সুযোগ রোজাদার বান্দার

আল্লাহর নৈকট্য খোঁজা।

ইবাদতের মাসে সিয়াম সাধনায় মগ্ন

কত খতম দেয় কুরআন,

উদার মনে দান খয়রাত দেয়

সম্পদের যাকাত দান।

কুরআনের বাণী হাদিসেও স্পষ্ট

ইবাদতে সত্তুর গুন সওয়াব,

রহমত, বরকত, মাগফিরাতের রমজান

রোজাদার পায় গুনাহ মাফ।

রমজানে খোদার আরশের উম্মুক্ত দ্বার

করতে মাফ অপরাধ যত,

বান্দা যদি ফরিয়াদ করে ক্ষমার

পরিত্রান পাবে তত।

নাযিল হয়েছে পবিত্র কুরআন মজিদ

আরবী মাস রমজানে,

শেষ দশ রোজার বে-জোড় কোন রাতে

সবাই সাতাশ রজনী মানে।

হাজার রাতের চেয়েও উত্তম রজনী

শব-ই-কদরের রাত,

বর্ষিত হোক প্রতি মুমিন জনে

দোয়া মাঙ্গি তুলে দু’ হাত।

জমজমাট ইফতারী টেবিলে সাজানো

রোজাদার দেয় না মুখে,

মাগরিবের আজান যবে কানে শুনে

ইফতার করে সুখে।

রমজান শেষে আসবে যে ঈদ

খুশি বিশ্বের যত মুমিন,

বড় মহিমান্বিত দিবস রজনী

মুসলিম জাতির বড়দিন।

⇔⇔⇔⇔⇔⇔

কবি পরিচিতি-

জন্মঃ ১৫ই জানুয়ারী ১৯৬৪। চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার কাজির তালুক গ্রামে। চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার নারায়ণ হাট বাজার হাই স্কুল হতে এসএসসি, ফেনী সরকারী কলেজ হতে এইচএসসি। ঢাকা বিশ্ববিদ্যালয় হতে স্নাতক এবং জাতীয় বিশ্ববিদ্যালয় হতে এমএ ডিগ্রি অর্জন। ১৯৮২ খ্রিষ্টাব্দে বাংলাদেশ বিমান বাহিনীতে কর্মজীবন শুরু। ১৯৯০ খ্রিষ্টাব্দে চট্টগ্রাম বন্দর ও পরবর্তীতে ১৯৯১ খ্রিষ্টাব্দে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) যোগদান করি। বর্তমানে কর্পোরেশন এর বিসিআইসি প্রধান কার্যালয় এ উপ-মহাব্যবস্থাপক(প্রশাসন) পদে কর্মরত।

প্রকাশিত গ্রন্থঃ কর্মক্ষেত্র বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন( বিসিআইসি) এর প্রয়োজনে একটি ইন্ডাস্ট্রিয়াল সেফটি ম্যানুয়েল সম্পাদন। এছাড়া ২০২০ খ্রিষ্টাব্দে একুশে গ্রন্থ মেলায় “দুলকি” নামে একটি কাব্য গ্রন্থের প্রথম প্রকাশ। পরবর্তীতে কয়জন কবির কবিতা সংকলনে “কবিতার ঘুড্ডি” গ্রন্থে আমার ১৯টি কবিতা প্রকাশ পায়।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*