ওগো তোমায় ভালোবাসি

-পার্থ গোস্বামী

♥♥♥♥♥♥♥

ওগো প্রেম প্রেয়সী এনেছি

প্রেমময় এক সাঁঝি,,

প্রেমের সাজে প্রেমী আজ

খেয়া নৌকার মাঝি।।

মাঝ সমুদ্রে দেবো পাড়ি

তুমিই আমার প্রেমী,,

প্রেমের ভেলায় ভাসবো শুধু

তুমি আর আমি।।

প্রেম সাগরে প্রেমিক প্রেমিকা

হাতে হাতটি রাখি,,

দিনের শেষে রাত্রি নামলেও

সর্বসুখে প্রেমই সুখী।।

ওগো প্রেম প্রেয়সী বায়বো

ভালোবাসার চিরন্তন তরী,,

সূর্য,চন্দ্র সাক্ষী আছে

তোমার প্রেমেই মরি।।

♥♥♥♥♥♥♥

কবি পরিচিতি-

পিতা-উৎপল গোস্বামী এগিয়ে যাওয়ার হৃৎপিণ্ড আর মাতা-লক্ষী গোস্বামী ভালোবেসে সংগ্ৰামের পাশে থাকার মূলমন্ত্র। বাঁকুড়া জেলার খালগ্ৰাম নামক এক ছোট্ট গ্ৰামে জন্ম গ্ৰহণ করেন। কলেজ জীবন শেষ হয় বাঁকুড়া সম্মিলনী কলেজ থেকে,এরপর TPITI থেকে সিভিলের উপর সার্টিফিকেট কোর্স ও ডিপ্লোমা কমপ্লিট করে L&T, সিমপ্লেক্স, Honda Moto-র মতো সংস্থার সাথে কয়েক বছর কর্মজীবন নিয়ে জড়িত থাকেন।এই মুহূর্তে তিনি পঞ্চায়েত ডিপার্টমেন্টের অধীন গ্ৰামীন সম্পদ কর্মী পদে নিজ এলাকার নিজ পঞ্চায়েতে পোস্টিং রয়েছেন। জন্মভূমি সাহিত্য পরিষদ,বঙ্গ সাহিত্য পত্রিকা, আন্তর্জাতিক সাহিত্য পরিষদ, মৌমিতা সাহিত্য পরিষদ,গঙ্গাচিল সাহিত্য পরিষদ,বিশ্বভরাপ্রাণ সাহিত্য পরিবার, মনিকিরণ সাহিত্য পরিবার ও আরও অনেক পরিবারের সাথে সাহিত্য চর্চা নিয়ে যুক্ত রয়েছেন এবং এই সমস্ত পরিবারের পক্ষ থেকে সম্মাননা ও সনদ অর্জন করেছেন। বই আকারে প্রকাশের জন্য বিচারকদের দ্বারা লেখা চূড়ান্ত হয়েছে এবং কবির লেখা ঐক্য পত্রিকা, ছন্দমালা সাহিত্য পত্রিকার হাত ধরে কিছু দিনের মধ্যেই বইয়ে স্থান পাবে। সাহিত্যিকদের অনুপ্রেরণা,ছোটদের ভালোবাসা ও বড়দের আর্শীবাদ সব সময়ের জন্য কাম্য, আপনারাই আগামীর পথ চলার পাথেয়।সকলেই ভালো থাকুন ও সুস্থ থাকুন।।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*