কেউ চেনে না আমায়
-রানা জামান
♦♦♦♦♦♦♦♦
আয়নায় নিজেকে দেখে চিনি পুরোপুরি
ডুব-সাঁতারে সাগর ডিঙোতে দৈনিক নামি
বাবুই পাখির প্রকৌশল শিখতে কুটিকুটি বাসা
মাটি খুড়ে গভীরের পানি করি পান
উপেনের বাড়িটা দখল করে
ফেলি ঘোড়া অশ্রু
পদ্য লিখে বিশ্ব জয় করে রাখি
বুক অব্দি শশ্রু
অন্তরের দৈত্য চলে আমার কথায়
উড়ি আনসারের কাঁধে ভর করে
আমি নিজকে চিনি পুরোপুরি আদ্যপান্ত
কেউ আমাকে চেনে না বিন্দুমাত্র।
♦♦♦♦♦♦♦♦
কবি পরিচিতি-
রানা জামান,ঠিকানা: আনিলা টাওয়ার; বাড়ি#১৮-১৯; সড়ক#৩; ব্লক#আই; বড়বাগ(ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের পেছনে) মিরপুর-২;ঢাকা-১২১৬; বাংলাদেশ, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব, বয়স: ৬১ বছর; বিবাহিত অভ্যেস: পড়া, সিনেমা দেখা ও লেখালেখি প্রকাশনা: ৮৯