বন্ধনমুক্ত হয়েছিলাম অর্জুন

-স্বপ্না বরঠাকুর

♥♥♥♥♥♥♥

শ্রীকৃষ্ণেণ প্রাণের বন্ধু অর্জুন

যে নাকি প্রসিদ্ধ হয়েছিলাম

অস্ত্রের বলে

কুরুক্ষেত্ৰ রণের নায়কছিল অর্জুন

তবুও, যুদ্ধ পছন্দ ছিল না অর্জুনের

হ্যা! অর্জুন বলেছিলাম

ওদের আমরা ভাই

যারা মধ্যে আমি যুদ্ধ দিতে চাই

ওই প্রাণের ভাইরে বিরুদ্ধে

আমি কেভাবে যুদ্ধ দিবো!

শ্রীকৃষ্ণ বুঝেছিলাম

ওই শুধু মোহ অর্জুনের আপন ভাবের

ওই শুধু স্বার্থপরতা বন্ধনের মাঝে

বন্ধনমুক্ত ছিল না অর্জুন

না, মায়ারপাশে আবদ্ধছিল অর্জুন

গুরু, ভাই, আপন পিতা-মাতা

ওইভাবে দেখেছিলাম সংসার

অর্জুন বুঝেছিলাম না

অর্জুন শুধু একজন অভিনেতা

ওই মায়ার পৃথিবীর

অন্যায় বিপক্ষে যুদ্ধ কৰ্ম

তারা জীবন ধর্ম

ওই কথা বুঝতে দিয়েছিলাম

সখা শ্রীকৃষ্ণই

মোহমুক্ত হয়েছিলাম অর্জুন

অর্জুন বুঝতে পারেছিলাম

বিশ্ব নাট্যের মাঝে

আমি শুধু একজন অভিনেতা

ওই অভিনয় কর্মের জন্যে

ওই কর্ম অধর্ম বিনাশের জন্যে

তাই, আমি বুঝতে পারেন

অর্জুনের মতো

আমি অভিনেতা পৃথিবী প্রেমের

দৈহিক প্রেম নয়

মানবী প্রেম আমরা হৃদয়ের ভাষা

শুধু আপন পরিবারের নয়

পৃথিবীর সমস্ত জীবনের মধ্যে

আমি আজ যুদ্ধ দিতে চাই প্রেমের জন্য

উপভোগ করতে চাই পৃথিবীর

ভালবাসার রং

ওইভাবে আপন অভিনয়ের মধ্যে

আজ আমি যুদ্ধ দিয়েছি

পৃথিবীর ভালবাসার জন্যে।।

♥♥♥♥♥♥♥

কবি পরিচিতি-

  • আমার জন্ম ১৯৭০সালের ৮ মার্চ। শিক্ষাগত অৰ্হতা মাষ্টার ডিগ্ৰী অন মাছ কমিউনিকেশ্যন। সপ্তম শ্রেণীর থেকে লেখা আরম্ভ হয়েছে। আমার প্রথম কবিতার শিরোনাম- “প্রাচীর ভেঙ্গের সময়।” বি.এ. পড়া সময়ে কলেজের শ্রেষ্ঠ সাহিত্য প্রতিযোগী, শ্রেষ্ঠ তার্কিক হিচেপে স্বীকৃতি পেয়েছে। আমার সাতটি বই প্রকাশ হয়েছে- ১/নাঙঠ ৰাতিৰ ডেউকা ভঙা সপোন(অসমীয়া কাব্য সংকলন), ২/ শিলে গান গায়(অসমীয়া কাব্য সংকলন),৩/গুণগুণাই আহে সুৰ(অসমীয়া কাব্য সংকলন), ৪/ সোণালী ৰ’দ(অসমীয়া কাব্য সংকলন), ৫/ গুডুৰ বৰণীয়া আকাশ(শিশু-কিশোরের উপন্যাস), ৬/লোক-সংস্কৃতিৰ মৌ-মাধুৰী(অসমীয়া লোক সংস্কৃতি বিষয়), ৭/পৃথিবীর মানুষ(বাংলা কাব্য সংকলন)। পুরস্কারপ্রাপ্ত আমার নাট্য সংকলন: ১/ আলোকের যাত্রা(পূর্ণাঙ্গ), ২/প্রায়চিত্ত(একাঙ্ক),৩/জীবন্ত আখৰা(একাঙ্ক), সাঁকো(একাঙ্ক) সম্মান: অসমীয়া কাব্য সংকলনের জন্যে “প্রয়াস”প্রকাশন গোষ্ঠীর দ্বারা “কাব্যরত্ন বঁটা” প্রাপক। তারপর প্রায় দুইশর অধিক আন্তঃরাষ্ট্রীয় বাংলা ও ইংরেজী সাহিত্যানুষ্ঠানর পুরস্কারপ্রাপক। এমেরিকার নর্থ কেরলিনার শক্তিশালী কবি রূপে স্বীকৃত। বর্তমান অসমীয়া সাহিত্য সন্মেলনী, যোরহাট জেলায় সভাপতি, প্রকাশন সম্পাদিকা- যোরহাট লেখিকা সংস্থা। পেশা- কৃষ্ণকান্ত সন্দিকৈ মুক্ত বিশ্ববিদ্যালয়ের গণ-সংযোগ বিভাগের প্রবক্তা।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*