নিঃসঙ্গ

-অরূপ মন্ডল

⇔⇔⇔⇔⇔

প্রজ্বলিত জীবনের আলো নিঃসঙ্গ শহরের মাঝে।

কলম কালির অযৌক্তিক ইতিকথা ,

হয়তো তোমার তরে।

সমাজের বুক থেকে ছুটে আসা একরাশ

তির তচনছ করে দেবে ,

অদম্ব স্বপ্নের ভীড়!

ব্যর্থ আমার কলমের কথা তোমার হৃদয়ের

পুষ্প কাননে মৃদঙ্গের সুর লোভী পিপাসু !

উচ্চ স্বরে ক্রন্দনরত মানুষের ভীড়ে,

চলন্ত শহরে মরিচার ন্যায় তোমায়

পাওয়ার আশায় আকুল মন ।

ঘাত প্রতিঘাতে জীর্ন শরীর শান্তির নীড়ে,

তোমায় পাওয়ার নেশায় মন পাখী মোর

শিকল দিয়ে বাঁধা লালসার বেদনায়।

বোবা চোখে চেয়ে থাকা উত্তমের ন্যায়

পরম সত্যি আজ বাস্তবতার অভিমুখে,

নীল আকাশের নিলিমায়।

জলন্ত চিতার নিঃসঙ্গ ভীড়ে

বেহিসাবি ভালোবাসা আশ্রয়ের খোঁজে ।

একাকী পথ চলা বিদ্রোহীর অভিমুখে ।

মহাকাশের প্রতারিত নক্ষত্রে অবহেলিত

প্রেম নীল গ্রন্থে ।

অজানা ভালোবাসা সাম্যের খোঁজে

জীবনের ডাক শোনে।

অস্তির জীবনের দন্ডের প্রাপ্তি লোভ

লালসার ক্যানভাসে বন্দি।

ভেজা চিন্তার প্রেম ফাগুনে হিংসা

স্বার্থপরে জগৎ ভরে।

কল রেকর্ডের বৃষ্টি মেঘে যন্ত্রণার

ব্যাথা দ্বিগুণ বাড়ে!

দীর্ঘশ্বাসে দমবন্ধ জগৎ চালনায়

লেনদেন কত?

⇔⇔⇔⇔⇔

কবি পরিচিতি-

অরূপ মণ্ডল,বাড়ি : ভাণ্ডাড়খালী, হিঙ্গলগঞ্জ, উত্তর ২৪ পরগনা, ওয়েস্টবেঙ্গল, ভারত । আমি একজন ছাত্র, বয়স : ২২, অবিবাহিত অভ্যাস : লেখাপড়া, গান সিনেমা…..

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*