ভেবে দেখা

-সুনীল বণিক

◊◊◊◊◊◊◊

খোলো খোলো সকলে

হৃদয় মন্দিরের দ্বার।

প্রকাশ করো তোমার

প্রতিভার পারো যতবার।

স্বল্প পরিধির এই

সুমধুর জীবন মেলা।

যা কিছু পারো করো সৃষ্টি,

মোটেই নয় অবহেলা।

ভালো মন্দের বিচার

তোমার আমার নয়।

ওটা সময়ের কাজ,

ঠিক ঠিক করবে সময়।

পিছে থাক যত দুঃখ

জঞ্জাল ছিল পুরাতন।

আগামীকে পারো তো

যথেষ্ট করো যতন।

দিয়ে যাও আছে যত

উজাড় করে প্রফুল্ল মনে।

ঈশ্বর সদাই হব বিরাজিত

তোমার ই হৃদয় সনে।।

◊◊◊◊◊◊◊

কবি পরিচিতি-

আমি সুনীল বণিক। উত্তর চব্বিশ পরগনা, বারাসাত নিবাসী। চাকরী সূত্রে বর্তমানে অন্ধ্রপ্রদেশ এর বিশাখাপত্তনম শহরে দিনযাপন। ছবি আঁকা, কবিতা লেখা, কবিতা আবৃত্তি নিয়ে দিন কাটাতেই ভালোবাসি। কর্মরত সময়ে হিন্দী নাটক নিয়ে সারা ভারত পরিভ্রমণ হয়েছে। অভিনয় সখ ও আছে। এখন চলছি অন লাইন সাহিত্য দুনিয়া নিয়ে। জন্ম ০৯ই নভেম্বর।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*