জানি না

-পপি প্রামানিক

♦♦♦♦♦♦♦♦

জানি না কতোটা চোখের জল ঝরালে 

জমে থাকা কষ্টগুলো দূরীভূত হয়?

সমস্ত কান্নাগুলো ঝর্ণার ধারার মতো

বয়ে যায় রূপালী শাড়ীর আঁচলায়।

জানি না কতোটা সময় প্রতীক্ষায় থাকলে

সকল বিরহের হয় অবসান?

জীবনের স্মৃতিগুলো এক নিমিষেই ভুলে গিয়ে

প্রতিটি মুর্হুত হয় জীবনের শুভক্ষণ।

জানি না কতোটা রাত নির্ঘুম কাটালে

তুমি স্বপ্নের মাঝে এসে দেবে ধরা?

স্বপ্নটাকে সত্যি করে তোমাকে নিয়ে

প্রেম সাগরে ভেসে হবো আত্মহারা।

জানি না কতোটা আলো জ্বালালে

জীবনের সব অন্ধকার দূরে যায় চলে?

আলোর রোশনাইয়ে জীবন হবে আলোকময়

তোমার সাথে চলার পথ ভরবে ফুলে ফুলে।

জানি না কতোটা ভালোবাসলে

তোমার ভালোবাসা পাওয়ার যোগ্য হওয়া যায়?

মনের কথাগুলো দুর্বার প্রমত্ত প্রেম ভাবনায়

ইচ্ছেরা ডানা মেলে হয় স্বপ্নময়।

জানি না কতোটা তুমিময় ভাবনার পর

জীবনের পাতায় ভাবনারা করবে না ভীড়?

সকল দুঃখ ভুলে গিয়ে এক সাথে

তোমাকে নিয়ে গড়া যাবে স্বর্গ সুখের নীড়।

জানি না কতোটা দূর আরও এগিয়ে গেলে

তোমাকে শুধুই নিজের করে পাবো?

চোখে চোখ রেখে হৃদয়ের বন্ধনে

তোমার মনটাকে আঁকড়ে ধরে রাখবো।

♦♦♦♦♦♦♦♦

কবি পরিচিতঃ

পপি প্রামানিক,স্বামীঃ বিশ্বজিৎ সাহা,উপজেলাঃ কালুখালী,জেলাঃ রাজবাড়ী ,বাংলাদেশ। দুই সন্তানের জননী

শখ– গান শোনা, কবিতা পড়া, উপন্যাস পড়া, আবৃত্তি শোনা এবং রান্না করা।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*