প্রীয়তমা
-তুষার কান্তি হীরা
♣♣♣♣♣♣
ক্ষমা করো চিরতরে
প্রীয়তমা তুমি,
আপন করে নেব এবার
সাড়ে তিন হাত ভূমি।
অনেক কষ্ট দিলাম তোমায়
সারা জীবন ধরে,
বিদায় নিয়ে যাচ্ছি আমি
তোমায় মুক্ত করে।
আমার দেওয়া যতো আঘাত
যাবে তুমি ভুলে,
আমার দিকে তাকাও একবার
তুমি মুখটা তুলে।
হৃদয় জুড়ে ছিলে তুমি
তবু ছেড়ে গেলে,
বিরহেতে মৃত্যু শয্যার
এখন তুমি এলে?
বুঝলে না তো কতো ভালো
তোমায় আমি বাসি,
আশীষ করি থেকো ভালো
এবার আমি আসি।।
♣♣♣♣♣♣
কবি পরিচিতি – –
আমি তুষার কান্তি হীরা। মেমারী পৌরসভার ২নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা । জেলা – বর্ধমান। পশ্চিমবঙ্গ /ভারত আমি এক জন ডাক্তার। কবিতা ভালো লাগে তাই একটু আধটু লিখি।