টাকার খেলা
-কমলেন্দু দে
⇒⇒⇒⇒⇒⇒
হাট-বাজারে যেথায় যাবি
দেখবি শুধু টাকার খেলা
ঐটে ছাড়া জীবন যেন
কাণ্ডারীহীন একটা ভেলা।
সংসার নদে ঘুরছে ফিরছে
লাগছে যেন দিশাহারা
বায়ুস্তম্ভের চাপটা কমে
নামছে যেন সেটির পারা।
চাইছে তবু চেষ্টা করছে
বাইবে বাঁচতে উজান তরী
পারছেনা যে সে যেন তা’
উল্টে পাল্টে যাচ্ছে পড়ি।
ভাবছে মনে আজ জগৎটায়
চলছে শুধু টাকার খেলা
যে লোকের নেই এই মূল্য ধন
খাচ্ছে রোজ সে সেটির ঠেলা।
⇒⇒⇒⇒⇒⇒
কবি পরিচিতি-
আসামের করিমগঞ্জ জিলার ভাঙ্গা অঞ্চলের মির্জাপুর গ্রামে জন্ম। পিতার নাম শ্রীনৃপেন্দ্র কুমার দে এবং মাতার নাম শ্রী মীনা বালা দে।শিক্ষা শুরু হয় নিজ গ্রামের পাঠশালা থেকে। করিমগঞ্জ কলেজে পড়াশুনা সমাপ্ত করে ব্যবসায় চলে যান ও কবিতা লেখা শুরু করেন।