জামা
-আদিল উদ্দীন বাবু
∴∴∴∴∴∴∴∴∴∴∴∴∴
দোকানে কতো জামা কাপড়
আমার পড়নের জামা না-ই,
কতো লোক আসে যায়,
কেউ আমাকে দেখে না।
যদি আমার বাবা থাকতো
আমাকেও কিনে দিত,
সবার আছে বাবা, মা,
আমার তো কেউ না-ই।
বড় হয়ে আমিও একদিন
অনেক টাকা কামাবো,
সুন্দর সুন্দর জামা কাপড়
কিনে নিয়ে আনবো,,
∴∴∴∴∴∴∴∴∴∴∴∴∴
কবি পরিচিতি-
কবি-আদিল উদ্দীন বাবু,পিতা মৃত্যু – সাদিকুর রহমান, মাতা- লাল মতি বেগম, জন্ম -২০-১২-১৯৮১, জন্ম স্থান – ঢাকা ,পূর্ব কদমতলী মেড়াজ নগর ঢাকা ১৩৬২