পৃথিবীর প্রতিশোধ
-অভিজিৎ হালদার
⊗⊗⊗⊗⊗⊗
পৃথিবীর আজ অতি অসুখ
সবুজকে রক্তে ভিজিয়ে
পান করছে চিতার আগুনে।
যেদিকে যায় শুধুই বিরহ
ধূলোর সাথে মিলে গেছে আশা
নিভে যাচ্ছে একে একে
জীবনের জলন্ত প্রদীপ শিখা।
পৃথিবী আজ প্রতিশোধ নিচ্ছে
কাউকে হারিয়ে বা কাউকে জিতিয়ে;
চোখে আমার কালো ধোঁয়া
চারিদিকে অন্ধকারের আবছা ছোঁয়া
গ্রাস করছে আলোর শিখা।
মানুষের অন্তরে নিকোটিনের পোড়া ছাই
সাদা পাতা ভরে যাচ্ছে বেদনার কালি হয়ে;
তবু থাকে বহুদিনের বাঁচার আশা
কেহ কী চাই এ ভুবনে মরিতে!
পৃথিবীর বুকে জমা ভালোবাসার রেণু
আকাশ যদি ছোঁয় মাটিতে
বৃষ্টি হয়ে নামবে ভালোবাসা ভুবনে
আরগ্য দেবে শতকোটি মানুষকে
এইতো আমার ঈশ্বরের দোয়া
থাকে যদি প্রাণ দু-নয়নে।।
⊗⊗⊗⊗⊗⊗
কবি পরিচিতি-
অভিজিৎ হালদার, গ্রাম-মোবারকপুর , পোষ্ট- ফতেপুর, থানা- হাঁসখালী, জেলা-নদীয়া, রাজ্য- পশ্চিমবঙ্গ, পিতার নাম- কার্তিক হালদার মাতার নাম- আরতী হালদার। খুব ছোট থেকেই লেখা লেখি করি , কবিতা লিখতে খুব ভালোবাসি তাই তো কলম কে জীবন সঙ্গী হিসেবে বেছে নিয়েছি। আমি বর্তমান ছাএ , জন্ম দিন ১ সেপ্টেম্বর ২০০১ সাল ।