একটি ভুলে জীবন শেষ
-চৈতী শিবক্ষত্রীয়
⇔⇔⇔⇔⇔⇔
আশি বছর হলো আমার মহা তপস্যা করে,
অধিক সম্মান ও ভালোবাসা পেলাম সাধনা করে,
করিনি কোনদিন অন্যায় লোকে নিন্দা করবে বলে,
পিতা-মাতা বলেছে ছোটবেলায় অন্যায় করা মহাপাপ।
সেই থেকে সর্বদা আমি চেষ্টা করি ধর্মের পথে চলতে,
হলোনা বুঝি শেষ বয়সে এসে সঠিক পথে হাটতে,
খারাপ নেশায় পরে আমি করেছি বড্ড ভুল,
যে ভুলের মাশুল দিতে হবে আমায় জীবনভর।
আশি বছরে অর্জন করেছি যা নিমেষেই হলো শেষ,
লোকে করছে গালমন্দ ভাবছে আমি বড়ই অসভ্য,
আর যা আছে গাঁয়ের ভাষায় বলছে লোকে সব আমায়,
আমি নাকি বড়ই খারাপ পূর্বের যা ছিল সব লোক দেখানো!
একটি ভুলে জীবন আমার হলো পুরোটাই শেষ,
পাবনা আর ফিরে কখনও পূর্বের হাড়ানো সম্মান,
আশি বছরের তপস্যার ফল এক নিমেষেই বিনষ্ট হলো,
হয়তো কেউ আর আমায় বাসবে না আগের মতো ভালো!
বলছি সবাইকে মিনতি করে করনা কেউ এমন ভুল,
সারা জীবন তপস্যা করেও ফিরে পাবেনা পূর্বের সম্মান,
যদি পার সঠিক পথে চলতে তবে জীবন হবে সুখময়,
সেই সুখ ভাগ করে নাও জগতের সমস্ত মানবের ন্যায়!
⇔⇔⇔⇔⇔⇔
কবি পরিচিতি-
কবি চৈতী শিবক্ষত্রীয় ২০০০ সালের ৪ঠা এপ্রিল রোজ মঙ্গলবার মামার বাড়ি কালিয়াকৈর থানা ও গাজীপুর জেলায় অবস্থিত বরাব গ্রামে থাকাকালীন শিবলতলী হাসপাতালে জন্মগ্রহণ করেন।মা ও দিদার মুখ থেকে জানা যায় জন্মের পর ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করলেও বেশ কিছুক্ষণ পর জ্ঞান ফিরে আসে।পিতা শ্রী সুধাংশু শিবক্ষত্রীয়,মাতা শ্রীমতি দিপালী শিবক্ষত্রীয়।তিনি ছোট বেলা থেকেই মামার বাড়িতে বড় হন।বরাব সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০১২সালে প্রাথমিক পাস করেন।২০১৮সালে মাধ্যমিক পরীক্ষায় অংশ নেওয়ার কথা থাকলেও অসুস্থতার জন্য পরীক্ষা দেওয়া হয়নি।পরবর্তী বছর ২০১৯ সালে স্থানীয় আরিফ কলেজের মাধ্যমিক শাখা প্রফেরস এম ই এইচ আরিফ উচ্চ বিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা শাখায় মাধ্যমিক পাস করেন।মাধ্যমিক পাস করার পর ২০১৯সালে কালিয়াকৈর থানা ও গাজীপুর জেলায় অবস্থিত আমবাগ ইউনিক কলেজে ভর্তি হন।বর্তমানে তিনি দ্বাদশ শ্রেণীতে ব্যবসায় শিক্ষা শাখায় অধ্যয়নরত!