ধূসর ক্যানভাসে টেরাকোটা
-চিন্ময় বিশ্বাস
⊄⊄⊄⊄⊄⊄
হৃৎপিন্ডের মাঝে ছেনি হাতুড়ি নিয়ে আছি বসে,
ভাবলাম,ধূসর কঠিন ক্যানভাস কেটে বানাবো শব্দের টেরাকোটা।
দিগন্তে মেশা সিঁদুর রঙের কোলাজ আটা চিত্র অপরূপ,
না বলা অনেক কথা বুকের মাঝে থাকেনি নিঃশ্চুপ!
কলমের জরায়ু ছিন্ন করে;বেরিয়েছে জীবনবোধ
দিকে,দিকে গড়ে উঠেছে মানবতার বিরুদ্ধচারণার প্রতিরোধ।
কালো চাঁদোয়া মাঝে নিষ্পলক তারারা চায় মিটিমিটি,
একাদশীর ক্লান্ত চাঁদের অনেক আগেই হয়েছে ছুটি।
নীহারিকা-ছায়াপথ খুঁজে,খুঁজে তোমাকেই পেলাম ধ্রুব সত্য,
জীবন-জগৎ-মোহময় মায়া সবই অনিত্য।
হৃৎপিন্ডের মাঝে ছেনি হাতুড়ি নিয়ে আছি বসে,
ভাবলাম;ধূসর কঠিন ক্যানভাস কেটে বানাবো শব্দের টেরাকোটা।
সবুজ গালিচার বুকে শুয়ে মিলেছিল দোহে,
আপন স্রষ্টাকে ভুলেছি অন্ধ মোহে!
পরিশ্রমী শরীর থেকে গলিত বীর্যের মত ঝরছে ঘাম,
কৃষকের ফলাতে ফলিয়েছি ফসল হয়েছি নিষ্কাম।
বুদ্ধের উজ্জ্বল চোখের তারায় দেখেছি বোধিবৃক্ষ
অন্তর মাঝে গড়ে উঠুক মানবতন্ত্রের আপন কক্ষ।
⊄⊄⊄⊄⊄⊄
কবি পরিচিতি-
চিন্ময় বিশ্বাস, পিতা-চিত্তরঞ্জন বিশ্বাস, মাতা-মিনতী বিশ্বাস। করিমপুর পান্নাদেবী কলেজ থেকে(বাংলা অনার্স) নিয়ে বিএ পাস করি। ২০১১ থেকে ১৩ শিক্ষাবর্ষে কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন।২০১৫ সালে যমশের পুর নমিতা শংকর বি.এড কলেজ থেকে বি.এড ডিগ্রি অর্জন করি। পেশা: বর্তমানে গ্রাম সম্পদ উন্নয়ন কর্মী হিসেবে কাজ করি। নেশা: রবীন্দ্রনাথ ঠাকুর,নজরুল ইসলাম,জয় গোস্বামী , সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা পড়তে ভালোবাসি। কথা সাহিত্যিক হিসেবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা অত্যন্ত প্রিয়।