আমি পৃথিবী বলছি
-শুভা লাহিড়ী
→→→→→→
আমি পৃথিবী বলছি!হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনেছো আমি তোমাদেরই পৃথিবী…..
যে পৃথিবীতে তোমরা তোমাদের জন্মলগ্ন থেকে আছো….
আর শুধু যে আছো তাই নয়!নির্বিকার ভাবে অত্যাচার করেছো আমার উপরে…..
আমি চুপ করে সবকিছু সহ্য করেছি বলে তোমরা ভেবেছো আমার হয়তো কোনও অনুভূতিই নেই!
একবারের জন্যেও কি তোমরা ভেবেছো যে,আমারও প্রাণ আছে,আমিও কষ্ট পাই…..
কিন্তু এত কিছুর পরেও আমি তোমাদের শুধু আমার দুই হাত ভরে দিয়েই গেছি…..
আর তার প্রতিদান হিসেবে তোমরা আমায় কি দিয়েছো জানো?
বস্তা বস্তা সার,শিশি শিশি বিষ!যা আমার সারা গায়ে জ্বালা দেয়…..
একবারের জন্যেও ভাবো নি আমার নিজস্বতা কে তোমরা গলা টিপে মেরেছো তোমাদেরই স্বার্থে….
শুধু কি তাই !আমার প্রিয় সঙ্গী গাছ গুলোকে কেটে ইট, বালি,পাথর দিয়ে নানান অট্টালিকা গড়েছো…..
এত মানা করা সত্ত্বেও আমার সারা দেহ প্লাস্টিকের মোড়কে ঢেকে ফেলেছো….
আমি প্রশ্বাস নিতে না পারায় দম বন্ধ লাগে আমার….
তোমরাই বলো তোমরা কি ঠিক কাজ করেছিলে আমার সাথে!!
হ্যাঁ এটা ঠিক কথা যে,আমি তোমাদের মতো লাঠি সোটা নিয়ে যুদ্ধ ঘোষণা করতে পারবো না….
কিন্তু আমারও তো ধৈর্য্যের সীমা আছে তাই না বলো!
তোমরা আমার ধৈর্য্যের সীমা লঙ্ঘন করেছো, তাই আমি শিবের কাছ থেকে রুদ্র নৃত্য শিখেছি।
আর সেটা কে প্রয়োগ করেছি অন্যভাবে…..
তোমরা আমায় এতদিন প্লাস্টিকে মুড়েছো,এবারে আমি তোমাদের প্লাস্টিকে মোরা অবস্থায় ঢেকে ফেলেছি….
আমি যেমন সবসময় আতঙ্কে থাকি মৃত্যুর !ঠিক সেভাবেই আমি তোমাদের প্লাস্টিক মোরা অবস্থায় ছুঁড়ে ফেলে দিয়েছি মর্গে….
জানিনা কবে এই কঠিন পরিস্থিতি থেকে আমি মুক্তি পাব ,কবে তোমরা তোমাদের নিজের ভুল বুঝে আমাকে শান্তি দেবে বলতে পারো।।
→→→→→→
কবি পরিচিতি-
আমি শুভা লাহিড়ী।অতি সাধারণ গ্রাম্যবধূ।মনের তাগিদে একটু আধটু লেখালেখি করি ।