শোন না ইচ্ছে হবি পাশে থাকার

-পার্থ গোস্বামী

⇔⇔⇔⇔⇔⇔

শোন না ইচ্ছে হবি

পাশে থাকার!?

শূন্য পকেটে নিঃস্বার্থভাবে

স্বপ্ন পূরণে ব্রতী ছেলেটা

শুধুমাত্র মনের জোরে জোরি।

লড়তে লড়তে ক্লান্ত বুঝলে

পাশে থাকবি?

শোন না ইচ্ছে হবি

পাশে থাকার!?

জীবনে কখনো আসবে

জোয়ার আবার কখনো ভাঁটা।

আচ্ছা উচ্ছ্বাসে সকলেই সঙ্গী!

ভাঁটার দিনেও কি হাতে হাত

রেখে লড়াই চালিয়ে যাওয়ার

সাথ দিবি?

শোন না ইচ্ছে হবি

পাশে থাকার!?

ব্যার্থতার শুষ্ক,রুক্ষ দিনে

একে একে সুবিধাভোগীরা

সুবিধা নিয়ে হাত ছাড়লে!

হাত ধরে পথ চলার সাহস দেখাবি?

দৃপ্ত কন্ঠে আওয়াজ তুলে

দৃঢ় প্রত্যয়ে হাতটা বাড়িয়ে দিবি?

শোন না ইচ্ছে হবি

পাশে থাকার!?

সফলতার দিনে নিজের

সুবিধা পাওয়ার লালসাই,

লজ্জাবিহীনভাবে অনেকেই শুধু

বন্ধু হওয়ার ভান করে!

কিন্তু ব্যার্থতার শুষ্ক দিনে,নিসঙ্গ,

নিদ্রাবিহীন রাত্রিগুলোর সঙ্গী

হওয়ার ইচ্ছা প্রকাশ করবি?

শোন না ইচ্ছে হবি

পাশে থাকার!?

লড়তে লড়তে শরীর

না দিলে!মনে একটু জোর কমলে!

আসল বন্ধুর মতো কাঁধে কাঁধ ও

হাতে হাত রেখে,মনের জোরটা

বাড়িয়ে সাথে থাকবি?

লড়ায়টা একসাথে লড়বি?

শোন না ইচ্ছে হবি

পাশে থাকার!?

⇔⇔⇔⇔⇔⇔

কবি পরিচিতি-

পার্থ গোস্বামী,পিতার নাম-উৎপল গোস্বামী,মাতার নাম-লক্ষী গোস্বামী,গ্ৰাম-খালগ্ৰাম,থানা-তালডাংরা,জেলা-বাঁকুড়া। উনার জীবনে সাহিত্য এক বিশাল বড় অংশ জুড়ে রয়েছে। সাহিত্য অনেক কিছু দিয়েছে অনেক ভালোবাসা ও সম্মাননার প্রাপ্তি ঘটেছে।সাহিত্য ছাড়া উনি অসম্পূর্ণ।পরবর্তীতে সাহিত্য নিয়ে বৃহত্তর পরিসরে কাজ করার ইচ্ছেও রয়েছে।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*