ছোট্ট জীবন

-রঞ্জন ঘোষ

↵↵↵↵↵↵↵↵

আমাদের জীবনের সময় সত্যিই বড় কম

আছে কতো কাজ কতো কিছু করার,

সময়ের অভাবে সেটা থেকে যায় অপূর্ন

কারো হাতে নেই অধিক সময় ধরার।

তাই এই ছোট্ট জীবনে করতে হবে ঠিক

কি কি কাজ আমাদের করতে হবে,

সময় নষ্ট না করে কাজে থাকতে হবে মগ্ন,

তাতেই সাফল্য জীবনে এসে ধরা দেবে।

কিন্তু আমরা এই সত্য বুঝেও বুঝিনা

এটা আমাদের বুদ্ধিভ্রম কিনা যায় না?

ভুল পথে চলে গেলে ফিরে আসা কঠিন,

এই অতি সত্য কথাটা কেন মানতে চাইনা?

পরচর্চা, পরনিন্দা, হিংসা আর লোভ নিয়ে

কেটে যায় আমাদের জীবনের অধিক সময়,

তাই আসল কাজ করার থাকেনা কোন সুযোগ,

সময় শেষ হয়ে গেলে তখন মনে জাগে ভয়।

আমরা যদি সময়ের প্রকৃত মূল্য বুঝতে পারি,

সেই সময় ধরে সব কাজ যদি করতে পারি,

তবে থাকবে না কোন সমস্যা সারা পৃথিবীতে,

সকলের মনে উঠবে খুশির জোয়ার তা বলতে পারি।

↵↵↵↵↵↵↵↵

কবি পরিচিতি-

আমি রঞ্জন ঘোষ। দক্ষিণ কলকাতার বেহালায় থাকি। কবিতা ও ছোটগল্প লিখতে ভালোবাসি। বিভিন্ন পত্রিকায় আমার লেখা বেরিয়েছে।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*