শঙ্খধ্বনির আওয়াজ থেমে গেল চিরতরে
-মিষ্টি মণ্ডল (ঝর্ণা )
⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃
প্রিয় সাহিত্যিক -প্রিয় কবি-
চোখের জলে বিদায় জানাই
তুমি চলে গেলে অবসরে
জীবন খাতার প্রতি পাতায়
তোমার নাম আজ অক্ষরে অক্ষরে
স্মরণে রয়েছ তুমি সবারই অন্তরে।
তোমার জীবন কেড়ে নিল যে
কোনো শাস্তি পাবেনা কি সে?
স্বার্থপর মহামারী করোনা
তোমারে করিল হরণ-
নিঃস্ব রিক্ত হল সাহিত্যভবন,
কবিতার খেলাঘর-
তাইতো কেড়ে নিল তোমারই
মতো একজন কলম যোদ্ধার।
আর বাঁচতে দেবেনা এই
ভয়াবহ ভয়াতুর..
নিস্তব্ধ,নিথর করে দেবে
জগৎ সংসার,
চারিদিকে শুধু হাহাকার করোনার থাবা।
কোথায় হারালাম তোমারে
সবার প্রিয় শ্রদ্ধেয় কবি শঙ্খ ঘোষ
শঙ্খধ্বনির সঙ্গীতের আওয়াজ
থেমে গেল চিরতরে।
তুমি আর আসবে না জানি
চলে গেছ দূর বহুদূরে,
এক অন্ধকারময় ঘরে।
তোমাকে বিনীত করজোড়ে,
আসিও আবার ফিরে এই বাংলার ঘরে
কবিতা আজ চুপচাপ পড়েনা কলমে দাগ
আকাশের গায়ে তোমা- ছায়া পরে।।
অনেক কিছুই থেকে গেল অজানা,
হবেনা আর তোমা হতে জানা।
আজ শেষ বিদায়ের বেলা
আমার এই ছোট্ট নিবেদন,
ফুল মালা চন্দনে করিলাম বরন
সবার প্রিয় কবি,প্রিয় সাহিত্যিক
তুমি করিও গ্রহণ –
⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃
কবি পরিচিতি-
সোনার পুর দক্ষিণ 24 পরগনা,পেশায় সমাজ সেবিকা,কবিতা /গল্প লেখা,আমার কবিতা বিভিন্ন পত্রিকায় স্থান পেয়েছে।