কালবৈশাখী ঝড়
-মাই ফেয়ার চৌধুরী
◊◊◊◊◊◊◊◊
ঈশান কোণে মেঘ জমেছে,
মেঘ থম থম করে।
বৈরী হাওয়া পাতা নড়ে,
কাল বৈশাখী ঝড়ে।
আকাশ পানে বিজলী জ্বলে,
বাজ ফাটা আওয়াজ কানে।
পাখির ঝাঁক নীড়ে ফিরে,
কাল বৈশাখী ঝড়ে।
ঝড়ের গতি প্রবল বেগে,
আসছে তেড়ে গাছপালা নেড়ে।
রাখাল বালক ঘরে ফিরে,
গরুর পাল মাঠে তেড়ে,
কাল বৈশাখী ঝড়ে।
মাঝির নাও পাড়ে ভিরে,
বাঁধ ভাঙ্গা ঢেউয়ের স্রোতে।
কূল কিনারা না পায় মাঝি,
পাল তুলা নাও ছিঁড়ে
কাল বৈশাখী ঝড়ে।
কৃষাণ-কৃষাণীর স্বপ্ন ভাঙ্গে,
ধানের শীষ লুটে পরে,
গাছপালা ভেঙে পড়ে,
কাল বৈশাখী ঝড়ে।
আমের মুকুল আঙ্গিনায় ঝরে,
খোকা-খুকি ছোটাছুটি করে।
কুঁড়ায় আম,মুখে জাম,
কাল বৈশাখী ঝড়ে।
◊◊◊◊◊◊◊◊
কবি পরিচিতি-
মাই ফেয়ার চৌধুরী,আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা, ডবলমুরিং-বন্দর-চট্টগ্রাম।