থাকতো যদি একটা আলাদিন

-কেয়া চক্রবর্তী

⇔⇔⇔⇔⇔⇔

রূপকথাতেই বাঁচতে বড়ই সাধ হয়,

থাকতো যদি কোনো এক আলাদিন,

হুকুম করতেই একটি বার প্রদীপ ফুঁড়ে,

আনতে পারতো আজকে সবার জন্য ভ্যাকসিন।।

বা থাকতো যদি আমাদের কাছে

যেমন ছিল ভক্ত হনুমান,

এই মহামারী থামাতে হলে

আনতো তুলে আস্ত পর্বত গন্ধমাদন।।

আজকের দিনে এমন রূপকথার,

দেখি যতই না আমরা স্বপন,

জানিনা আদৌ কবে হবে,

বিশ্ববাসীর স্বপ্নপূরণ?

মানুষের মনের যত ময়লা,

অন্ত হতো সমস্ত রোগ, ব্যাধির

শান্তির বারি বর্ষিত হোক ধরা মাঝে,

হোক ব্যবস্থা আত্মশুদ্ধির ।।

দাও ফিরিয়ে সেদিনের সেই

হাসি খুশি আনন্দে ভরা দিন,

থাকতো যদি কারোর কাছে,

আকার নির্দেশ মান্য করা এমন একটি জিন।।

বা যদি পেতাম সেই

ভূতের রাজার বর,

থাকতো না কোনো চিন্তা ই,

সবাই হতো আপন, রইতো না কেউ পর।।

⇔⇔⇔⇔⇔⇔

কবি পরিচিতি-

কেয়া চক্রবর্তী, কোলকাতা নিবাসী, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোলে স্নাতক, পরে নেতাজী মুক্ত বিশ্ব বিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর।পেশায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। চাকরি করতে করতেই ডিএলেড পাস করা, কবিতা পড়া ও গল্পের বই পড়তে পড়তে হঠাৎ ই এক গ্রুপে র একটি প্রতিযোগিতায় ৪লাইন কবিতা লেখার মাধ্যমেই হাতেখড়ি আমার কবিতা লেখার, বর্তমানে যা নেশা ও অবকাশ যাপনের সঙ্গী। গত দুবছর ধরে , মনের টানেই কলম ধরা, ছোটো ছোটো গল্প, কবিতা লেখা।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*