চিরকুট
-কামরুন্নাহার বর্ষা
♥♥♥♥♥♥
কোন কিছু না বুঝলেই নয়
দাঁড়ি কমার মতো থেকে যায় জীবনের কিছু অংশ
তবু ও দিন শেষে হাসিগুলো লেগে থাকে
ঠোঁটের এক কোণায় ।
কিছু হারাবে কিছু হারাবে না এটাও স্বাভাবিক
কিন্তু চুপসে থাকা নিরবতায় চাই
একদিন কালবৈশাখী ঝড় উঠুক
তোমার আমার স্রোতের বিপরীতে।
চাই ওখানে থেমে যাক কোন এক দিন
যেখানে মিথ্যে আড়ালে হারিয়ে গেছে সত্যগুলো ,
দিন শেষে মুষল ধারায় বৃষ্টি নামুক
সুনামি আর টর্নেডোর মতো দিক পাল্টে যাক
কিছু মুহূর্তের জন্য ,
আবার পুরোনো কথাগুলো নিয়ে
চিরকুটের কোন এক পাতায়।
♥♥♥♥♥♥
কবি পরিচিতি-
কামরুন্নাহার বর্ষা, গ্রাম:হিয়া জোড়া , উপজেলা :নাঙ্গলকোট, জেলা: কুমিল্লা। বাবার নাম: মোঃ কবির হোসেন মাতা নাম মরিয়ম বেগম ,জন্য নানারবাড়ি কাকৌরতলায় ১৯৯৮ সালে ২৭শে নভেম্বর । ছোট বেলা থেকে লেখা লেখি করছি । বর্তমানে স্নাতক অধ্যায়নরত কুমিল্লা জেলার একটি সরকারি কলেজে হিসাব বিজ্ঞান নিয়ে।২০১৬ সালে খুলনা ম্যাগাজিনে প্রকাশ পায় ( বিজয় বেদনার দিন)কবিতাটি ।এরপর একে একে যৌথকাব্য প্রকাশ পায় একুশে বইমেলায় । কাব্যগ্রন্থ গুলো হলো : নাগরিক কবিয়াল , স্মৃতিগুলো পিছু ডাকে,মায়ের ভালোবাসা, রক্তাক্ত ফাগুন, ভাঙ্গা তরী, ভালোবাসার নীল রং, এবং অরুনিমা সাহিত্য পত্রিকাসহ অনলাইন কিংবা প্রিন্ট আকারে কয়েকটি পত্রিকায় প্রকাশিত হয় বিভিন্ন গল্প কবিতা ।