অন্যরকম
-তৌহিদা জাহান লিপি
♠♠♠♠♠♠
আমার কাছে তুমি মানে
তৃষ্ণার্ত এক পাখি —–
আমার কাছে তুমি মানে
চোখ ছল ছল আঁখি —–
আমার কাছে তুমি আছো
হয়ে অমাবস্যায় আলো
আমার কাছে তুমি যেন ——
পূর্ণিমার চাঁদের আলো ! “””
আমার কাছে তুমি এসো তপ্ত রোদে
হিমেল করে হাওয়া,——-
আমার কাছে তুমি মানে —-
কূলে এসে নৌকা বাওয়া ! “
আমার কাছে তুমি মানে ——
কুড়িয়ে পাওয়া অমূল্য রতন,
আমার কাছে তুমি মানে ——-
সবার মাঝে একেবারেই —–
অন্যরকম ——-!! “”””
♠♠♠♠♠♠
কবি পরিচিতি : আমি তৌহিদা জাহান লিপি। ঢাকায় থাকি। একটি বেসরকারি কলেজে বর্তমানে কর্মরত আছি।। ভালো লাগে কবিতা পড়তে ও লিখতে। কবিতার পাতা পরিবারের এডমিন প্যানেলে আমি মডারেটর হিসাবে যুক্ত আছি।। আসুন আমরা সবাই মিলে কবিতার পাতা পরিবারটিকে আরও অনেকদূর এগিয়ে নিয়ে যাই আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় ।।