সাহসী মেয়ে বিন্তি

-মালা রানী পাল

∇∇∇∇∇∇

এক গ্রামে ছিলো একজন

বিন্তি নামের সাহসী এক মেয়ে ,

বাল্যবিবাহ যেখানে হতো

আটকাতো সেখানে গিয়ে ।

বাল্যবিবাহের কুফল সম্পর্কে

বলতো ছেলে এবং মেয়ের বাবাকে,

যারা বুঝতো তারা চলে যেতো

তাদের ছেলেকে নিয়ে ।

একবার বিন্তি বেড়াতে গিয়েছিল

গ্রামে সে ছিলো না ,

আঠারো বছরের নিচে এক মেয়েকে

বিয়ে দিয়ে দিলো তাদের বাবা মা ।

বছর না ঘুরতেই মেয়েটির পেটে

সন্তান এসে গেলো ,

অপুষ্টিতে ভুগে মা এবং সন্তান

অকালেই ঝরে গেলো ।

বিন্তির কথা না শোনার জন্য মেয়েটির

বাবা মা অনেক আফসোস করলো ,

তারা সেই গ্রামে আর বাল্যবিবাহ

হতে নাহি দিলো ।

গ্রামের যুব সমাজ আজ হয়েছে

বিন্তির সাথে যুক্ত ,

গ্রামটা আজ হয়ে গিয়েছে

বাল্যবিবাহ মুক্ত ।

∇∇∇∇∇∇

কবি পরিচিতি-

মালা রানী পাল,পরিবার পরিকল্পনা বিভাগে চাকুরি,ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলা বাংলাদেশ।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*