আলো মাঘী পূর্ণিমা
-কাজী সেলিনা মমতাজ শেলী
♦♦♦♦♦♦♦
আকাশের বাতায়নে এসেছে দিতে আলো মাঘী পূর্ণিমা,
তবে কেনো কেঁদে ওঠে নিশিথে আঁধার মহিমা।
বহ্নিজ্বালাময় নির্দয় আঁধার তুমি হবে কি উপন্যাস,
হয়তো তোমার কাব্যকাহিনিতে মুগ্ধ হবে পলাশ।
রাতের রাজপথে শুনতে চাই না আর কোনো ক্রন্দন,
অসীমের মাঝে সংসার স্রোতে হয়ে যাও আপন।
পাহাড়ি গায়ে পাহাড়ি ফুল ঘুমায় যেন সে তরুলতা,
কেউ বুঝতে পারে না চাঁদের কান্না পাহাড়ের ব্যথা।
আর এক জীবন যদি সম্মুখে তব সে আসে,
রাঙা কুসুমের মতো বাতাস আসুক ভালোবেসে।
আগামী দিন গুলোর জন্য চায় সঞ্চয় ভালোবাসা,
যেন না মিটতে আশা হারিয়ে না যায় ভাষা।
সাত কাহনের কল্পনা যদি দরজায় আসে,
রচনায় আগ্রহী তাই বুঝি তোমায় ভালোবাসে।
♦♦♦♦♦♦♦
কবি পরিচিতিঃকাজী সেলিনা মমতাজ শেলী, জন্মঃ সাতক্ষীরার কলারোয়া বাবা স্কুল শিক্ষক মা গৃহিনী ছিলেন,এখন কেউ বেঁচে নেই, লেখালেখি সেই ছোটবেলা থেকেই প্রথমে নিজের মনের তৃপ্তির জন্য,পরে নানা পত্রিকায়।