জীবন তরী

-শান্তি দাস

↔↔↔↔↔↔

সুন্দর এই পৃথিবীর বুকে জন্মিলে মরিতে হয়,

তবুও ভাঙ্গা গড়ার খেলা নিয়ে কারো নেই কোন ভয়।

ভাঙ্গা গড়ায় চলছে খেলা এই নিখিল বিশ্ব মাঝে,

দিনের বেলা আলোর খেলা আঁধার ঘনায় সাঁঝে।

নদীর জলে জোয়ার যেমন আসে তেমনি আসে ভাঁটা,

জীবন তরীর এই খেয়ালে চলছে এই দুনিয়াটা।

পদ্মপাতায় জল যেমন ধরে না জীবন টলোমলো,

যাবার সময় কেউ আটকাবে না তখন বলো হরি, বলো।

অনেক স্বপ্ন আশা নিয়ে ভাসিয়েছি এই তরী,

ঝড়ঝঞ্জা আসবে জেনে ও দিয়েছি দুর্গম পথে পাড়ি।

জীবন তরী বাইতে গেলে আসবে যখন জোয়ার ভাঁটা,

শক্ত হাতে হাল ধরে দুর করতে হবে পথের কাঁটা।

দুর্গম পথ অতিক্রমে উত্তাল নদী চলবে চলছে ছন্দে,

কখনো বাধাহীন ভাবে কখনো সেই পরমানন্দে।

উজান পথে চলার ছন্দে জীবনে কত প্রেমের খেলা,

নদীর স্রোতে ঢেউয়ের তালে হেসে খেলে কাটবে বেলা।

আঁকা বাঁকা নদীর বুকে পাল তুলে ভাসাও তরী,

উঠানামা যতই আসুক চলতে হবে আলোর রেখা ধরী।

নদীর যেমন নেই ঠিকানা চলছে অজানা পথের হাতছানিতে,

জীবন তরী থামবে যেদিন থামবে ঘাটে পৌঁছাবে শেষ ঠিকানাতে।

↔↔↔↔↔↔

কবি পরিচিতি-

শান্তি দাস,গ্রাম/শহর–খোয়াই(জাম্বুরা),জেলা-খোয়াই,শিক্ষাগত যোগ্যতা-এম এ (শিক্ষা বিজ্ঞান কল্যানী বিশ্ববিদ্যালয়),কর্মদক্ষতা–২৫বছরের শিক্ষকতা। আগরতলা, ত্রিপুরা। সাহিত্য অনুশীলন আমার ভালো লাগে।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*