কিশোরী
-অমি রেজা
⊂⊃⊂⊃⊂⊃⊂⊃
আমি রোদ হয়ে
কিশোরীর নরম গালে
আদর ছূঁয়েছি।
কামনার তীব্রতায়
কিশোরীর নরম গাল
ফেটে হয়েছে চৌচির।
আমি বসন্ত দিনে
কোকিল সেজে
গেয়েছি তার উপাখ্যান।
আমি আকাশ হয়ে
মেঘ বিলিয়েছি
কিশোরীর এলোমেলো চুলে
বুকভরে নিব বৃষ্টিঘ্রান।
আমি নোনাজল হয়ে
বাসা বেধেছি
কিশোরীর কাজল কালো চোখে
সমুদ্রের ঢেউ হয়ে ছুটব বলে।
আমি আবেগের কিনারা হয়ে
কিশোরীর হৃদয়ে নোঙর করেছি
ভালোবাসার তরী ভাসাবো বলে।
আমি মায়া হয়ে
জেগেছি কিশোরীর মনে
প্রাণেতে প্রাণ রাখব বলে।
⊂⊃⊂⊃⊂⊃⊂⊃
কবি পরিচিতি-
জন্ম ঢাকায়, স্কুল,কলেজ, এরপর ঢাকা বিশ্ব বিদ্যালয় থেকে এম.কম(ফাইন্যান্স এন্ড ব্যাংকিং) করেছেন। পরবর্তীতে পড়াশোনার জন্য সিংগাপুর থেকেছেন কয়েক বছর। বর্তমানে একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত আছেন। লেখালেখি তার অন্যতম শখ। অমর একুশে বইমেলা ২০১৮-তে তার একটি “যৌথ গল্প গ্রন্থ” প্রকাশিত হয়।২০১৯ এ প্রকাশিত হয়”তোমার আমার গল্প ” নামে অমি রেজা র প্রথম একক গল্প সংকলন।২০২০ এ একুশে বর্ণমালা যৌথ কাব্য গ্রন্থে অংশগ্রহণ করেন। ২০২১ এ তার তিনটি যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়।