থমকে গেছে বসুন্ধরা
-গৌরী চৌধূরী
⊆⊇⊆⊇⊆⊇⊆⊇
আমাদের “থমকে গেছে বসুন্ধরা ” !
একি হলো আজ মোদের অন্তরা !
কোন দেশেতে আছি মোরা ,
এমন দেশটি ভাবিনি কো আমরা !
যাবে হয়ে এমন নিস্তব্ধ , নিঃসঙ্গ , নিরুদ্দেশে !
ছিল কি মোদের ভাগ্যের বিড়ম্বনা !
দেখতে হবে এমন স্বপ্নেও ভাবিনি !
পৃথিবী টাই পাল্টে গেছে মোদের জীবনে !
কি এলো ? যে মানব মানব থেকে বঞ্চিত !
জীবন টাই থমকে দাঁড়িয়েছে !
ফিরে আসবে কি মোদের সুন্দরতম দিন ?
পাবো মোরা সুন্দর ধরিত্রী কে ?
আনন্দ বিলাশে একসাথে মোরা ,
পাবো কি জীবনের মেল বন্ধন !
স্তব্ধ—–বিদ্যালয় , শিশু কিশোর ,
কিশোরী দের খেলা কোথায় সব ?
নিঃশেষ হয়ে গেছে মোদের জীবন !
থমকে গেছে ভাবনা থমকে গেছে কাজ !
হয়েছে মোদের ঘরবন্দি জীবন !
ভয় ত্রাস জমাট বেঁধেছে বুকে !
থমকে গেছে “বসুন্ধরা কে ভালবেসে !!!
⊆⊇⊆⊇⊆⊇⊆⊇
কবি পরিচিতি-
গৌরী চৌধূরী বাসস্থান—শিলিগুড়ি , শিবমন্দির পোস্ট অফিস—-কদমতলা , জেলা—দার্জিলিং ।