হিংসার পরিণাম
-মোঃ আবুল কাসেম
→→→→→→
হিংসা করে লাভ হবে না
পতনের’ই মূল,
ভালোবাসার পরশ পেলে
ভেঙ্গে যাবে ভুল।
হিংসা মনে রাখলে পুঁতে
মনে শান্তি নাই,
দুখের মাঝে আশার আলো
দেখতে শুধু পাই।
পরের ভালো দেখে যাহার
মনেতে পায় সুখ,
তাহার কাছে আসে না আর
কঠিন কোনো দুখ।
সুখের দেখা পেতে চাইলে
দুখের সাথী হও,
দেখবে তুমি এই জগতে
কতোই সুখে রও।
তাইতো বলি মনের থেকে
হিংসা করো দূর,
নিজের ঘরে জ্বলবে আলো
খুশিতে ভরপুর।
→→→→→→
কবি পরিচিতি-
মোঃ আবুল কাসেম, পিতা-মোঃ আবদুল মালেক, মাতা-জহুরা আক্তার খানম কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার হিলচিয়া গ্রামে একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন ১৯৬৭ ইং সালের ৩রা জুলাই। বর্তমানে তিনি নারায়ণগঞ্জ জেলার আদমজীনগর এম ডব্লিউ উচ্চ বিদ্যালয়ে একজন সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত আছেন। তিনি বর্তমানে অনলাইনে লেখালেখি করে প্রায় সাত শতাধিক অনলাইন সম্মাননা অর্জন করেন। ইইতোমধ্যে তাঁর পাঁচটি যৌথ কাব্যগ্রন্থ “শেষ বিকেলের কবিতা ” “আশার আলোর ভুবন ” “বিশ্বজুড়ে মহামারী ” “উৎসর্গ মা তোমাকে ” “দিশেহারা নারী ” বের হয়েছে। আরও দুইটি বের হওয়ার পথে রয়েছে।