মেয়ে
-আসেদ আলী সেখ
♥♥♥♥♥♥
এই মেয়ে তোমাকে ভালোবাসি
তুমি কেন বুঝনা সে কথা,
দূরে দূরে থকো কেন
দাও শুধু ব্যাথা ।
হৃদয়ে প্রেমের তুফান
শুনতে কি তমি পাও,
হৃদয় উজার করে প্রিয়া
শুধু ভালোবাসা দাও।
প্রিয়া তোমার বাঁকা ঠোঁটের
মিষ্টি মধুর হাঁসি,
জানো কি তুমি
আমি বড়ই ভালোবাসি।
হৃদয় মাঝে যখন তখন
দাও যে তুমি উুকি,
ভালোবাসা দাও শুধু
দিও নাকো ফাঁকি।
তোমার আশায় বসে থাকি
উদাস সারাক্ষণ,
এই মেয়ে বলনা
দেবে কি ঐ মন।
♥♥♥♥♥♥
কবি পরিচিতি-
আসেদ আলী সেখ. পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার সাহেবগঞ্জ গ্রামের অধিবাসী.. জন্ম: 2004 সালের 21 এ জুন. পড়াশুনা: মাধ্যমিক উত্তীর্ণ উচ্চ মাধ্যমিক এ পাঠরত. মধ্যবৃত্ত পরিবারের সন্তান বাবা কৃষক. অষ্টম শ্রেণি থেকেই লেখা লেখি করতে ভালোবাসি প্রকাশিত করা হয় নাই এখনো. তবে বিদ্যালয়ের ম্যাগাজিন পত্রিকায় প্রকাশিত হয়েছিল কিছু লেখা. ছোট গল্প, কবিতা, গান, ছন্দ, ইত্যাদি লিখেছি. লেখালেখির সাথে আর্ট চিত্র শিল্প ও চর্চা করি.. মোট কথা এই সবই এখন জীবনের নেশা হয়ে উঠেছে..