জাগিয়ে তুলি আশা
-শম্পা ঘোষ
⊗⊗⊗⊗⊗
আঁধারে ক্রমশ যাচ্ছে তলিয়ে গোটা এই সমাজ
ছিঁটেফোঁটা ও রঙ নেই হৃদয়ে আর আজ ।
নিজের আখের গোছাতেই ব্যস্ত যে আজ মানুষ অন্যের কি হবে তার আর কে রাখে বল হুঁশ ?
যাক না তলিয়ে অন্য কারোর জীবন কিই বা এলো গেল
আমি বেঁচে থাকলেই তো বাঁচবে আমার ঘর পরিবার বল !
যদি প্রত্যেকেই আমরা এই ভাবনাতেই হই মশগুল
সমাজ নেবেই শোধ দেখাবেই মজা চোখে দিয়ে আঙুল ।
এমনি করে চলতে চলতে হবে আমাদের প্রত্যেকেরই ক্ষতি
চরম মূল্য দিয়ে চোকাতে হবে আমাদের এই দুর্গতি ।
স্বার্থপরতা আর অভিনয় মানুষ হয়েছে বড়োই পটু দেখে না ভেবে এরজন্য সে হবে সমাজের কাছে দৃষ্টিকটু ।
ছাড়ো কেবল নিজের ভাবনা , ভাবো এবার সকলের তরে
নইলে যে টিকবে না কোনো জীবনই এ ধরণী পরে ।
এসো এবার এগিয়ে এসে লাগো মানব সেবার কাজে
স্বার্থ দিয়ে বলি ভালোবাসার বন্ধন গড়ি সমাজের মাঝে ।
আছে যত সমাজের কলুষতা আর কালো দূর করি তাকে
চলো পদ্ম হয়েই ফুটি না হয় ওই সমাজের বুকের পাঁকে ।
মন থেকে মুছে ফেলি আছে যত হতাশা আর নিরাশা
মানুষের মাঝে জাগিয়ে তুলি চলো নতুন করে আশা।
⊗⊗⊗⊗⊗
কবি পরিচিতি-
আমি শম্পা ঘোষ । আমি উত্তর ২৪ পরগনার হাবড়া তে বসবাস করি । আমি একটা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ( মেয়ে ) র আংশিক সময়ের জীবনবিজ্ঞান এর টিচার । প্রাইভেট টিউশন ও অল্প বিস্তর করে থাকি । অবসরে একটু আধটু লেখার চেষ্টা করি মাত্র । তবে অন্যের লেখা পুড়তে আরও ভালো লাগে ।