শ্রদ্ধাঞ্জলি
-দীপু রায়
♣♣♣♣♣
হয়তো শতাব্দী প্রাচীন
কিংবা পূরাণো দর্শন,
কিন্তু আজও সমান প্রাসঙ্গিক আপনার বাণী
হে গুরুদেব, যখন হৃদয়ে ঘটে ক্ষরণ…
শিখেছি আপনার কাছেই-
” বিপদে মোরে রক্ষা কর/ এ নহে মোর প্রার্থনা
বিপদে আমি না করি যেন ভয় ..”
আপনার মন্ত্রেই পুনরুজ্জীবিত হয়েছি বার বার
জীবন যুদ্ধে হারতে হারতে করেছি জয় ।
তাই, ঝঞ্ঝাবিক্ষুব্ধ জীবন তরি সামাল দিই
আপনাকেই করছি স্মরণ-
” মনেরে আজ কহ যে
ভালো মন্দ যাহাই আসুক
সত্যেরে লও সহজে ..” ।
♣♣♣♣♣
কবি পরিচিতি-
*দীপু রায়*, জন্ম ১২ই জানুয়ারি ১৯৯২, পিতা দীনেশ রায়,মাতা স্বর্গিয়া রজবালা রায়, সাম্মানিক স্নাতক(ভূগোল), স্নাতকোত্তর ডিপ্লোমা(গ্রামোন্নয়ন), ঠিকানা: উত্তর রাঙ্গালিবাজনা, পোষ্ট: রাঙ্গালিবাজনা, থানা: মাদারিহাট, জেলা: আলিপুরদুয়ার ,পেশা: সামাজিক নিরীক্ষা গ্রামীন সম্পদ কর্মি, মাদারিহাট-বীরপাড়া ব্লক, আলিপুরদুয়ার জেলা সামাজিক নিরীক্ষা দপ্তর। নেশা: রকমারি বই সংগ্রহ, সাহিত্যচর্চা, তাৎক্ষণিক বক্তৃতায় অংশগ্রহন। এছাড়াও বিদ্যালয় জীবন থেকেই সাহিত্য চর্চার ঝোক।আজ পর্যন্ত বিভিন্ন পত্র-পত্রিকা,কবিতা সংকলন,ই-ম্যাগাজিন,ওয়েবজিন,ব্লগজিনে ছোটো গল্প,কবিতা প্রকাশিত হয়েছে।নিয়মিত বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি করাহয়।