আমি ভালো আছি
-দিলোয়ার হুছেইন
⇔⇔⇔⇔⇔
আজ তুমি ছাড়াই আমি ভালো আছি
চকুর আড়ালে থাকলেও
মনের আড়ালে তো না
আজ আমি একা নয়
আমার সাথে আছে আমার
নৈসর্গিক বন্ধুরা তারা হচ্ছে
চাঁদের আলো,আকাশের তাঁরা,
ভোরের মিষ্টি বাতাস,
বাগানের রঙ্গিল ফুল,
বিহগের মধুর গান,
তাদের সাথে আমি গল্প করে
কাটিয়ে দেই সমস্ত দিন রাত
তাদের সাথে আমি খেলা করি
আনন্দে আত্ম হারা হয়ে
তাদের সাথে আমি বিলীন হয়ে যাই
ভুলে যাই এই হতাশময় দুনিয়ার কথা
তাইতো আজ তুমি ছাড়াই আমি ভালো আছি
⇔⇔⇔⇔⇔
কবি পরিচিতি-
দিলোয়ার হুছেইন, জন্ম -১৯৮৬ সালের ৩১ ডিসেম্বর ভারতবর্ষের, আসাম প্রদেশের, সদরগাঁও, নীলবাগানে। পেশাগত -একজন শিক্ষক হবি -কবিতা লেখা