জেদী
-তৌহিদা জাহান লিপি
♥♥♥♥♥♥
যদি আমায় সত্যিই ভালোবাসো ?
তবে সেদিন এসো, ———
প্রখর সূর্যালোকের মধ্যদুপুরে !
বসন্তের আগমনী বার্তায় নয় !
তবেই বুঝবো —– তুমি খুঁজোনি কোন সুখ, আমার মাঝে ——- “
আমার সাথেই ভাগ করে নিতে
চেয়েছো, জীবনের যত দুঃখ ! “
হতে চেয়েছো দগ্ধ ———- “””
সেদিন তোমায় বলিনি কিছু—-
যেদিন নিয়েছিলে আমার পিছু’
শুধু চেয়ে রইলাম তোমার পথপানে ———! “””
অবলোকন করতে পারিনি কিছুই —— কোন খু্ঁত !!! “
তবে সেদিনই বিচ্ছেদ নিয়ে চলে আসতাম, —— যদি তোমায় ভালো না বাসতাম !!
কারন আমি জানি ———–
পাহাড় তো ভিষন জেদী —
তাই বলে আটকাতে পেরেছে কি ——-? বহমান নদী !! “”””‘
♥♥♥♥♥♥
কবি পরিচিতি : আমি তৌহিদা জাহান লিপি। কবিতার পাতা পরিবারের এডমিন প্যানেলে মডারেটর হিসাবে যুক্ত।।আমি একটি বেসরকারি কলেজে শিক্ষকতায় নিয়োজিত।। কবিতা পড়তে ও লিখতে ভিষন ভালোবাসি।। আরও ভালোবাসি কবিতার পাতা পরিবারটিকে।। চমৎকার একটি পরিবার, আমাদের এই কবিতার পাতা পরিবার।। সবার সম্মিলিত প্রচেষ্টায় আজ এটি সারা বিশ্বব্যাপী পরিচিতি।।