শেষ বেলায় এসো
-মিস্টি অধিকারী সুপ্রিয়া
♥♥♥♥♥♥♥♥♥
এখনও ঢের বেলা আছে বাকি,
সূর্য এখনো ঢলেনি,রাত আসতে অনেক বাকি,
পথিক তুমি এখন যাও ফিরে।
তবে তখন এসো,
যখন তোমার বেলা শেষ হবে, সন্ধ্যা ঘনাবে।
চলতে চলতে শেষ হবে জীবনের গতিপথ,
ক্লান্তি নেমে আসবে দুচোখে,
ঘনকালো অন্ধকার ঘনিয়ে আসবে চারদিকে,
থাকবে না কোনো পিছুটান, থাকবেনা কোনো বাধা, কর্তব্যের সকল বেড়াজাল থেকে মুক্তি পাবে।
সমাজের লাল চোখের ভয় যখন কাঁপবেনা তোমার বুক।
পিছুপানে কেউ ডাকবেনা আর, হৃদয়ে ঝংকার বাজবেনা যখন সে ডাকে,
তখন তুমি এসো।
এখন তোমার টকবগে ফুটন্ত যৌবনের ভরা জীবন,
কত রঙিন স্বপ্ন তোমার চোঁখে।
কতো আপনজনের মায়াবী ডাক,
কতশত কর্তব্যে ঘেড়া চারপাশ
এখন আমি তোমাকে চাইনা ।
তবে তুমি তখন এসো,
যখন তোমার দুটিপায় ভর দিয়ে চলার মত সাধ্য থাকবেনা।
দুপা চলতে গিয়ে আশ্রয় করতে হবে একটা সাধারণ লাঠিকে,
ডাকলেও যখন তুমি পাবেনা কাউকে পাশে,
তুমি তখন এসো ফিরে ।
আমি নাহয় তোমার সেই লাঠিটাই হব।
যৌবনের মাদকতার নেশা না হয় আমাদের নাইবা ছুয়ে দিলো।
নাই বা শিহরিত হলো হৃদয়ে প্রেমের পরশে,
তবুও আমি সার্থক হব সার্থক হবে আমার জীবন
শেষ কালের শেষ নিঃশ্বাস টুকু তো এক সঙ্গে নিতে পারবো।
তোমার বুকে আশ্রয় নিয়ে মরতে তো পারবো,
এটাই আমার পরম পাওয়া,
এখন প্রিয় তুমি যাও চলে,তখন না হয় এসো ফিরে ।
♥♥♥♥♥♥♥♥♥
কবি পরিচিতি; আমি মিস্টি অধিকারী সুপ্রিয়া, স্বামী নাম চন্দ্রজীৎ অধিকারী, দুই মেয়ের জননি, নিবাসী-কোলকাতা বিরাটি দক্ষিণ প্রতাপ গড় নিমতা – ৪৯