চলো ভালোবাসায় সমৃদ্ধ হই

-মাই ফেয়ার চৌধুরী

⇒⇒⇒⇒⇒⇒⇒

প্রণয় সংক্রমণ ছুঁয়ে যাক,

মানব হৃদয়ে রক্ত কণিকায়।

মানব অঙ্গের শিরা-উপশিরায়,

ছুঁয়ে যাক দুইশত হাঁড়ের গুঁড়ায়।

লোভ -হিংসা -অহংকার যাক ক্ষয়,

বিশুদ্ধ -আত্মশুদ্ধি করি প্রত্যয়।

জিঘাংসা -প্রতিহিংশা ধ্বংস করি, প্রেম-ভালোবাসায় সমৃদ্ধ হই।

বোধ-বিবেক মস্তিষ্কের সাহায্য লই

হাতে হাত রেখে মুষ্টিবদ্ধ এক হই।

প্রতিশ্রুতি – প্রতিজ্ঞা শপথে দৃঢ়তায়

চলো ধ্বংস করি ব্যভিচার – অত্যাচার।

চলো প্রেম -ভালোবাসায় সমৃদ্ধ হই,

চলো অনুরাগের কথা কই।

ঝঞ্ঝা -বিক্ষুব্ধ -ঝগড়া-বিবাদ বন্ধ করি,

উন্নত জীবন, মহৎ জীবন, সত্য জীবন গড়ি।

সুন্দর -সহজ -শান্তির পথ ধরে চলি,

নিকষ কালো অন্ধকার ডুবে যাক,

প্রভাতে রবির আলোকিত ইশারায়।

পৃথিবীতে ভালবাসার গালিছা বিছায়

প্রকৃতিতে সবুজে সবুজে সাজায়,

চলো প্রণয়ী নেশায় সমৃদ্ধ হই।

⇒⇒⇒⇒⇒⇒⇒

কবি পরিচিতি-

মাই ফেয়ার চৌধুরী। লিখার হাতেখড়ি খুবই অল্প সময়। শখের বশত লিখি বিভিন্ন সাহিত্য গ্রুপে আগ্রাবাদ সি,ডি,এ আবাসিক এলাকা ডাকঘর – বন্দর, থানা-ডবল মুরিং চট্টগ্রাম -বাংলাদেশ। যৌথ বইসমূহ, (১)ভাঙ্গা ফাগুনের হাতছানি (২)রক্তঝরা অশ্রু (৩)মানচিত্রের বিনিদ্র রজনী বিশেষত যৌথ বই সমূহে শ্রদ্ধেয় নির্মলেন্দু গুণ স্যারের, ও শ্রদ্ধেয় আসলাম সানী স্যারের একটি করে কবিতা উপহার ছিল। একক বই ২০২১ বইমেলায় “অন্তিম বেলায় রক্তিম আভা”

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*