পোস্টমর্টেম

-চিন্ময় বিশ্বাস

♦♦♦♦♦♦♦

রহস্য মৃত্যু ঘটেছিল; ব্যর্থ ডাক্তার

লাশকাটা ঘরে ঘুমন্ত আজ; চঞ্চল চিৎকার।

ধমনী-শিরা-উপশিরায় তারুণ্যের স্রোত,

হৃদয়ে জেগেছিল এক অজানা বোধ।

লাশকাটা ঘরে প্রাঞ্জলতাহীন নিথর দেহ,

ঘুমন্ত-নিভন্ত-অন্তরের মোহ।

নারিকেলের খুলির মতো,ফাটানো মাথা শেষটায়,

গভীর রোগ নির্ণয়ের চেষ্টায়।

রক্ত-মাংস-মজ্জায় ঘিলুতে মেশানো রোগ!

অন্তর হতে অন্তরের গভীরে জেগেছিল শোক।

ঔষধি হয়ে উঠতে পারেনি পরিত্রাতা,

ঘোড়দৌড়ের জগৎ;বিরূপ বিধাতা।

আরো গভীর পোস্টমর্টেম অন্তরের,

মন মুক্ত-বিহঙ্গ হয়ে উঠুক সরোবরের।

মুক্ত সজীব প্রাণ; বুকভরা শ্বাসবায়ু,

রক্তহীন ফ্যাকাশে মুখের স্নায়ু।

বিবর্ণ ঝরে পড়া পাতা—

অন্তরই হোক অন্তরের পরিত্রাতা।

♦♦♦♦♦♦♦

কবি পরিচিতি-

চিন্ময় বিশ্বাস, পিতা-চিত্তরঞ্জন বিশ্বাস, মাতা-মিনতী বিশ্বাস। করিমপুর পান্নাদেবী কলেজ থেকে(বাংলা অনার্স) নিয়ে বিএ পাস করি। ২০১১ থেকে ১৩ শিক্ষাবর্ষে কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন।২০১৫ সালে যমশের পুর নমিতা শংকর বি.এড কলেজ থেকে বি.এড ডিগ্রি অর্জন করি। পেশা: বর্তমানে গ্রাম সম্পদ উন্নয়ন কর্মী হিসেবে কাজ করি। নেশা: রবীন্দ্রনাথ ঠাকুর,নজরুল ইসলাম,জয় গোস্বামী , সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা পড়তে ভালোবাসি। কথা সাহিত্যিক হিসেবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা অত্যন্ত প্রিয়।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*