সাহিত্যের দুখু মিয়া
-মোঃ আবুল কাসেম
⇒⇒⇒⇒⇒⇒
দুখু মিয়া নামটি যে তাঁর
জন্ম আসান-সোলে,
চুরুলিয়া গ্রামের মাঝে
মা’ জাহেদার কোলে।
ছোট থেকেই পড়াশোনা
মাদ্রাসাতে শুরু,
বাবা কাজী ফকির ইমাম
আরেক শিক্ষা গুরু।
এতিম হয়ে যোগদান করেন
লেটো গানের দলে,
হোটেল মাঝে কাজের ফাঁকে
পড়াশোনা চলে।
সৈন্য পদে যোগ দিলে ও
কাব্য চর্চার ফলে,
বিদ্রোহী যে সনদ পেলেন
সাহিত্যের-ই বলে।
আজকে কবির জন্মদিনে
তাঁকেই আমরা স্মরি,
বাংলা ভাষা রেখে গেলেন
শির উঁচুতে ধরি।
⇒⇒⇒⇒⇒⇒
কবি পরিচিতি-
মোঃ আবুল কাসেম কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার হিলচিয়া গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বর্তমানে নারায়ণগঞ্জ জেলার আদমজীনগর এলাকায় এম ডব্লিউ উচ্চ বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত আছেন। তাঁর সাতটি যৌথ কাব্যগ্রন্থ বেড় হয়েছে এবং অনলাইন প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রায় আটশো সম্মাননা অর্জন করেন।বেশ কিছু কবিতা ভারত ও বাংলাদেশের বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে। ভারতেও কবির একটি পঞ্চবাণ কাব্যমালা নামে যৌথ কাব্যগ্রন্থ বের হয়েছে।