অচিন পাখি
-গৌর গোপাল পাল
→→→→→→
জীবন তরী বাইতে গিয়ে,
মনের খেয়া খেই হারিয়ে,
যায় ভেসে কোন্ খানে।
বাউল মনে তারই খেলা,
চলছে রে ভাই সারাবেলা,
এই না ভবে কে না জানে।।
কি জানি কোন্ অচিন পাখি,
মাস্তুলে তার বসে,
বলছে নাকি সবই ফাঁকি
তা’রি উড়ান শেষে;
মন খেয়াটা বাইতে চেয়ে,
কূল হারিয়ে সোনার নেয়ে,
স্রোতের টানে এ নাও বেয়ে
মরছে ধনে-প্রাণে।।
→→→→→→
কবি পরিচিতি-
কুড়ি বাইশটি প্রথম শ্রেণীর দৈনিকসহ শ’পাঁচেক পত্র পত্রিকায় লেখালিখির পাশাপাশি অনলাইনের ৬০/৭০টি পত্র পত্রিকার কয়কশো মানপত্রও ঝুলিতে রয়েছে । আকাশবাণী’র গীতিকার, বিভিন্ন রেকর্ড কোম্পানি থেকে বিভিন্ন শিল্পীর কণ্ঠে আমার লেখা গান যেমন গীত হয়েছে তেমনি টিভির বিভিন্ন চ্যানেলেও অনেক শিল্পী আমার লেখা গানে কণ্ঠ দিয়েছেন।