সমাপ্তি
-হিরণ্ময় দত্ত
⇒⇒⇒⇒⇒⇒
গোপনীয়তা ভাঙি আজ
মনের মাঝে নাই লাজ
বলি অকপটে।
কেমন করে ভুলি আমি
মনের মাঝে শুধু তুমি
আছো স্মৃতিপটে।
সেদিন তো চৈতি দুপুর
বাজিয়ে পায়ের নুপুর
এসেছিলে তুমি।
প্রেমের ছোঁয়া দুটি মনে
দু’জনে বসে নলবনে
ওষ্ঠ্য দিলে চুমি।
বিছিয়ে প্রেমের চাদর
চুমু ভরা কত আদর
মনে ছিল খুশি।
বাক্য বিনিময়ের ঝড়
ভেঙে গেল তাসের ঘর
আমি বানভাসি।
ভালোবাসার নাম করে
নিজ একাকিত্বের তরে
প্রেম প্রেম খেলা।
স্মৃতি মনের মাঝে ঘোরে
বেদনায় হৃদয় ভরে
মনে হেলাফেলা।
কোথা তুমি গেলে সজনী
নিদ্রাহীন কাটে রজনী
দিলে মোরে ফাঁকি।
তোমার আশা নিয়ে আমি
বসে থাকি দিবসযামী
মনে ছবি আঁকি।
তুমি আর আসো না সখী
দু’ জনে মন কষাকষি
গেলে দূরে সরে।
প্রেমের খেলা সাঙ্গ হলো
আবেগ সব ঘুঁচে গেল
ছেড়ে গেলে মোরে।
⇒⇒⇒⇒⇒⇒
কবি পরিচিতি-
হিরণ্ময় দত্ত। বয়স ৫৬। নিবাস- হাবড়া, উত্তর চব্বিশ পরগনা, জেলা পশ্চিম বঙ্গ। রিটায়ার্ড অ্যাকাউন্টেন্ট বেসরকারি প্রতিষ্ঠানের। বিগত এক বছর ধরে নেহাতই শখের বশে একটু আধটু লেখালেখি।