হেমন্তের বিকেল
-প্রিয়াঙ্কা দেবনাথ
↔↔↔↔↔↔
হেমন্তের বিকেল বেলায় মাঠে
মাঠে উড়ছে ফড়িং দল,
এদিক ওদিক সৌনালী রৌদ্দুর করছে ঝলমল।
দূরে ঐ নীল আকাশে দেখা যায় ধূসর মেঘের ভেলা,
নানা রঙের পাখিরা ডানা মেলে উড়ে উড়ে করে খেলা।
নদী নালা খালে বিলে শাপলা ফুল ভাসে,
মাঠে মাঠে সবুজ ঘাস হাসে।
স্নিগ্ধ হাওয়ায় ছড়িয়ে রয়েছে শিউলি ফুলে ঘ্রান,
হেমন্তের সৌন্দর্যে জুড়ায় মোর প্রান।
মাঠ ভরা পাকা ধান ঘরে আনবে করবে নবান্নের আয়োজন,
এই ভাবনায় ডুবে রয়েছে চাষী ভাইগন।
হিমেল হাওয়া বার্তা বয়ে আনে শীত আসার সুর,
আসছে শীত আর নয় বেশি দূর।
↔↔↔↔↔↔
কবি পরিচিতি :
নাম-প্রিয়াঙ্কা দেবনাথ,পিতা-যগু দেবনাথ,মাতা-রিপু দেবনাথ, গ্রাম-চিত্তামারা, জেলা -বিলোনীয়া দক্ষিন ত্রিপুরা, জন্মসাল-১২/১২/১৯৯৮
বিএড কোর্স নিয়ে পড়াশুনা করছি,পড়াশুনার পাশাপাশি কবিতা খুব ভালোবাসি তাই কবিতা লিখি