আমি পথের শিশু
-আদিল উদ্দীন বাবু
♦♦♦♦♦♦♦
আমি পথের শিশু এ-ই
পৃথিবীতে আমার বলতে
আপন কেহ নাই,
পথে থাকি পথে খাই?
পথেই আমি ঘুমাই।
সকাল হলে ঘুম ভাঙ্গে
মোর ট্রেনের হুউছালে
পেটের খুধার নিবারন
করি,কুলির কাজ করে।
অনেক সময় কাজ দেয়না
ধাক্কা মেড়ে দেয় তারিয়ে
তখন অনেক কষ্ট লাগে
কি করবো আর ভেবে।
আমি অনাথ পথ শিশু
কে দেখবে আমাকে
বাবা মা জন্ম দিয়ে
ফেলে গেছে রাস্তার ধারে।
কুকুর মামা তুলে নিয়ে
দুধ খাইয়েছে মোরে
তাইতো আমি পথ শিশু
থাকি পথের ধারে।
♦♦♦♦♦♦♦
কবি পরিচিতি-
আদিল উদ্দীন বাবু, পিতা-মৃত্য সাদিকুর রহমান ,মাতা-লাল মতি বেগম, কবিতা পড়তে ভালোবাসি সখের বসে মাঝে মাঝে লিখি সাং পুর্ব কদমতলী মেড়াজ নগর কদমতলী ঢাকা ১৩৬২