নজরুল প্রীতি

-অদিতি প্রামানিক

⇐⇐⇐⇐⇐⇐⇐

দুখের কবল থেকে বেরিয়ে এসেছিল এক অগ্নিকুন্ড,

ভাবেনি কেউ জ্বালাবে আগুন

যা পুড়াবে যত নষ্টপিন্ড।

গানের বুলবুল সেযে আমাদের সকলের দুখু মিয়া,

শিশুদের ঘুম ভাঙায় আজো ভোর হলো শুনিয়া।

সকল দৈনতা পেছনে ফেলে এগিয়ে গেছে উচ্চশীরে,

নৈতিকতা আজো তাকে নির্ভয়ে রেখেছে সাফল্যের তীরে।

বিদ্রোহী হয়েছে বিপ্লবী হয়েছে রুখতে সকল অনাচার,

ক্ষমতার কাছে করেনি মাথা নত

যতই করতো অবিচার।

ব্রিটিশকে দেখিয়েছে বাঙালী নয়তো কোন পণ্য,

তাইতো আজো বিশ্ববাসী বাঙালীর জয়গানে ধন্য।

কারাগারে কাটিয়েছে জীবন থামেনি কলম তবুও,

ভেঙেছে কত বন্ধিশালা জ্বলেছে আগুন যদিও।

তার লেখনীর কতো সমাহার যায়না বোঝানো সহজে,

সে তো এক অমূল্য মনিহার

মূল্য বোঝেনা অবুঝে।

কষ্টের নিশি তার হয়নিতো কভু পার সারা জনমেও,

শেষ জীবনেও এসে সেযে করলো কঠোর অনশন।

অভিমানের ভারে বাকরুদ্ধ প্রিয় কবি থাকলেন,

মনের কথা তবুও তিনি অগোচরে সবই বুঝালেন।

জাতির পিতা বঙ্গবন্ধু আনলেন ফিরিয়ে তাকে দেশে,

জন্মভূমির শ্বাদ নিলেন কবি শান্তি সুখের আবেশে।

সকল বাঙালী তোমার কাছে অনেক ঋনে ঋনী,

আজো বাঙালীর হারিয়ে খোঁজে তোমায় হে প্রিয় গুনি।

আজো তুমি করো জাগ্রত সকল বাঙালীর অন্তর মন,

তাইতো আজো নজরূল প্রীতি রয়েছে ভরা সকল পাঠক মন।

⇐⇐⇐⇐⇐⇐⇐

কবি পরিচিতি-

অদিতি প্রামানিক।এম, এস,সি মাষ্টারস। কর্মে গৃহিনী।এক কন্যার জননী।স্বামী তরুন কুমার বৈদ্য। পিতা অখিল প্রামানিক,মাতা কল্পনা প্রামানিক।নিবাস মাগুরা জেলা,বাটিকাডাঙ্গা গ্রাম।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*