পৃথিবীর ক্রমমুক্তি হবে আবার

-শিখা ভট্টাচার্য্য

⊆⊇⊆⊇⊆⊇⊆⊇

প্রতিটিক্ষণে গাঢ় কালো অন্ধকার ঘিরে চারিদিকে ,

অভিমানী সূর্য লুকিয়েছে মুখ কালো ভ্রমরার মতো মেঘের কোলে ।

নেমেছে আঁধার চোখের কোণে, অমানিষা ছড়িয়ে

কোন্ নিরুদ্দেশে দীপ্তিহীন তমসার মাঝে ।

সুখ গেছে গোপনে শৃঙ্খলের জাল ছিড়ে

ঘরের চাবি ভেঙ্গে দিয়ে ।

ভূলুন্ঠিত ভালোবাসারা আজ বেদনার ভারে

জটিলতায় ভরা জীবনের মাঝে বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে পথ পায় না খুঁজে ।

বিকিয়েছে মানবতা সম্ভ্রমের সিঁড়ি বেয়ে

প্রবল আধিপত্যে অর্থের দম্ভে।

মসৃণ পথ আজ হয়েছে ক্ষুরধার

অবিচারের প্রশ্রয়কে সঙ্গী করে ।

সৃষ্টির পরশমণি আজ গুমরে মরে

পুঞ্জীভূত অন্ধকারে মাথাকুটে ধ্বংসের সঙ্কেতে।

আহত আবেগে শব্দেরা চেয়েছে প্রতিকার

কলমের আঁচড়ে ।

তাই গর্জে ওঠা কবির কলমে শব্দেরা চাষ করে

অদম্য সাহসে অন্যায়ের বিরুদ্ধে

প্রতিবাদের ঝড় তুলে ।

প্রতিবাদের আঁচে ঝলসে যাবে একদিন অশুভ শক্তি

যাবে থেমে দুরন্ত ঝড়ের হর্ষধ্বনি ।

তাই অভিলাষী মনে জেগে ওঠে হাজার প্রাণের স্বপ্ন

আকাক্ষার আলোড়নে ।

পুনরায় আসবে ফিরে অমোঘ সকাল,

শিশির শরীর ছুঁয়ে ।

হেসে উঠবে আদীম সূর্য নবসভ্যতার আলোকে,

পৃথিবীর ক্রমমুক্তি হবে আবার আঁধার কেটে ভোরের কল্লোলে।

⊆⊇⊆⊇⊆⊇⊆⊇

কবি পরিচিতি-

শিখা ভট্টাচার্য্য নিবাস- উত্তরবঙ্গের কোচবিহার আমি গৃহবধূ , অবসরে একটু লেখালেখি করতে ভালোবাসি ।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*